★ আমাদের এবং ইহুদি খৃস্টানদের ইবাদতের মধ্যে পার্থক্য কোথায়? ★

লিখেছেন লিখেছেন জেলপেন ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৪৬:৪৩ সকাল

সারা সপ্তাহ যায়- আমাদের ইবাদতের

কোনো খোঁজ খবর নেই!

শুক্রবার এলে আমরা হয়ে যাই

পাক্কা মুসলমান!

কিন্তু আফসোসের বিষয় হলো- এই

একটি দিনও আমরা ইবাদত করি না।

শুধু দুআ আর দুআ নিয়ে ব্যস্ত থাকি।

যেনো দুআর জন্যই আমাদের ইবাদত!

দুআর জন্যই শুক্রবার! ইবাদতের

কোনো নাম গন্ধই নেই! এই যদি হয়

আমাদের অবস্থা- তাহলে আমাদের

আর ইহুদি খৃস্টানদের মধ্যে পার্থক্য

রইলো কোথায়?

* তারাও সপ্তাহে একবার

ইবাদতখানায় যায়। আমরাও একবার

যাই!

* তারাও দুআ নিয়ে ব্যস্ত থাকে।

আসলে ইবাদত করে না। আমরাও দুআ

নিয়ে ব্যস্ত থাকি।

ইবাদতে মনোযোগ নেই।

* এটা কি কাজ করার আগেই

মজুরি তলব করা নয়?

অথচ আমাদের প্রতিটি ইবাদতের

মধ্যে দুআর অভাব নেই!

প্রতিটি ইবাদতেই দুআ রয়েছে।

এরপরও কেনো একটু পরপরই হাত

তোলে দুআ করতে হয়?

কেনো আমরা দুআর

চেয়ে ইবাদতকে প্রাধান্য দেই না?

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File