আমি তোমাকে ভালবাসিনা
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৪:২৪ সকাল
আমি তোমাকে ভালবাসিনা
জানি ভালবাসলে কষ্ট দিবে
দূরে কোথাও চলে যাবে .......
ভালবাসা নয় কোন খেলনা ।।
অতি সহজে যা পাওয়া যায়
রয়না জানি তা চিরকাল !
মনের বিনিময়ে মন পেতে চাই
চাই না কোন করুণা ...
সময়ের পালা বদলে কত কিছু বদলায়
হয়ত তুমিও বদলে যাবে ,
শুধু বদলাতে পারবা জানি ,
চৈএের করাল খরায় পুড়ব মরে ,
জানি, ভালবাসা নয় কোন খেলনা ............।।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুখ নামে কোন সুখ নয় , সুখ পেতে কষ্টই পেতে হয় । অনেক ধন্যবাদ প্রিয়মনি
মন্তব্য করতে লগইন করুন