নারী নামের পণ্য অামি, দেখো আমায়!!
লিখেছেন লিখেছেন নারী ১৩ মে, ২০১৬, ০৮:৩৩:৩৬ রাত
অামি সুন্দরী,দেখো আমায়
নারী নামের পণ্য অামি,
দেখো অামায়।
কেশ ছাড়ি, কেশ বাধি রঙে ঢঙে
দেখো অামায়।
অামি সুন্দরী,
অঙ্গ ঢাকি,অঙ্গ দেখাই
যুগের সাথে তাল মিলাই,
নাচতে হলে নাচি,গাইতে হলে গাই
সেখানেও অঙ্গ দেখাই।
দেখো অামায়।
অামি সুন্দরী,
হতে আরো চাই,দেখাতে চাই আরো
এতেই তৃপ্তি পাই
জন্মথেকেই দিতে থাকে আমায় সৌন্দর্যের শিক্ষা
দেখো আমায়।
অর্থ হোক বেশী বা কম,এমনকি বিনামূল্যেও
দেখাতে রাজি হতে পারি,
এই তো সুযোগ প্রমাণের
আমি সুন্দরী।
আমি আকর্ষণীয় পণ্য
চোখে দেখে না হয় ছুয়ে,
উপস্থিতি পেলেই পিঁপড়া মত তারা আসে নগণ্য।
ক্ষুদ্র কাগজেও রাখে আমায়,
উদ্দেশ্যহীন চলমান দৃশ্যে আমি,
সর্বদাই আমি...
নিজে না গাইলেও গায়কের পাশে আমি,
তারা তো গান দেখছে না,
দেখছে আমায়
আমি সুন্দরী,
নারী নামের পণ্য আমি!!
দেখো আমায়।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুটি কয়েক বলছেন কেন? আসলেই কি গুটিকয়েক!
বেশি দূরে নয়, আপনার আমার মা খালা বোন এই সবের মধ্যে একটু চোখ বুলিয়ে দেখুন, প্রদর্শনেচ্ছার রোগটা কম নাকি বেশি।
মন্তব্য করতে লগইন করুন