সফলতা শুধুই স্বার্থকতা : হারানোর দুঃক্ষ নেই

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৩ মে, ২০১৬, ০৬:১৯:০৩ সন্ধ্যা



এ বয়সে মানুষ হাসপাতালে , ঘরে বসেও মারা যায়, তিনি পেয়েছেন শহীদি মৃত্যু, ৭৫ বছর বয়স্ক একজন মানুষ পরিবার সমাজ ও দেশকে যা যা দেবার - সবই দেবার ও করার সৌভাগ্য অর্জন করেছেন, আর কী বাকি ?

ইসলামী আদর্শ ও দেশের স্বার্থ রক্ষায় আওয়ামিলীগের হাতে জীবন দিতে পারা সৌভাগ্যের

কোরআনের কথা বলবেন আর আপনার উপরে জুলুম আসবেনা, সেটা হতে পারে না

মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী তিনি সফল একজন রাজনীতিবিদ, সফল ইসলামিক স্কলার, সফল একজন বাবা, তিনি অনুকরণীয়- অনুসরণীয়

সফল ইসলামী সংগঠক: তিনি ছাত্র জীবনে ও কর্ম জীবনে ইসলামের আদর্শের ভিত্তিতে সাংগঠনিক বৈচিত্রে ভরপুর একজন মানুষ ছিলেন, সংগঠনের সেক্রেটারি ও দীর্ঘ সময় আমিরের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় লক্ষ-কোটি মানুষকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনে সক্ষম হয়েছিলেন, লক্ষ লক্ষ তরুণ কর্তৃক অনুসৃত ছিলেন, তিনি আজ আল্লাহর ডাকে জীবন দিয়ে চলে গেলেন কিন্তু সেই লক্ষ-কোটি তরুণ সেই অসমাপ্ত কাজের নেতৃত্ব দেবে - - দিচ্ছে এটাই তার মহান সফলতা

সফল রাজনীতিবিদ: দুইবারের এম পি, সরকারের দুর্নীতি মুক্ত একজন সফল মন্ত্রী হিসেবে নজির স্থাপন করেছেন, তিনি একজন সফল রাজনীতিবিদ, বিরোধী মতের মিডিয়াও তার এক পয়সার দুর্নীতি খুঁজে পায়নি, যা দেশে বিরল দৃষ্টান্ত

সফল লেখক: তিনি ধর্ম দর্শন ও রাজনীতি বিষয়ে ১৫/২০ টি বই লিখেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, পথ দেখিয়েছেন, ইসলামিক সংগঠক ও ব্যক্তিত্ব হিসেবে তার নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতা কাগজে কলমে লিপিবদ্ধ করে গেছেন যা বর্তমান প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে পৌছে দেবে, তিনি সফল কেননা তার অবর্তমানেও মানুষ তার চিন্তা ও প্রগ্গা নিয়ে আলোচনা করতেই থাকবে

সফল বাবা: তার ছেলে ও মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে কর্মরত, অর্থাৎ তিনি সুন্দর-আদর্শ পরিবার গঠন করতে সক্ষম হয়েছেন, বাবা ও স্বামী হিসেবেও তিনি সফল

আখেরাতে সফল: আল্লাহ তায়ালা তাকে বলবেন-

"হে প্রশান্ত আত্মা! চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি (নিজের শুভ পরিণতিতে) সন্তুষ্ট (এবং তোমার রবের) প্রিয়পাত্র। শামিল হয়ে যাও আমার (নেক) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে।"

------ সূরা ফাজর : ২৭-৩০

আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না।

সুরা বাক্বারা : ১৫৪

মানুষ শরীরে বাঁচে না , মানুষ বেঁচে থেকে কর্মে ও আদর্শে''

আওয়ামি বিরোধী কণ্ঠ রোধ করতে হলে বাংলাদেশে কোটি ফাঁসির আয়োজন করতে হবে।ওহে অবুঝের দল, মানুষ শরীরে বাঁচে না , মানুষ বেঁচে থেকে কর্মে ও আদর্শে। প্রিয় নেতৃবৃন্দ সাহসী বীর, দেশের স্বার্থ রক্ষায় সোচ্চার ছিলেন- অচিরেই তা ইতিহাস হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাক্ষী হয়ে থাকবে । তাঁরা যে মরেও বেঁচে আছেন, আল্লাহর ওয়াদা আল কোরআনে।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368944
১৩ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
কুয়েত থেকে লিখেছেন : শহীদ নিজামি লক্ষ লক্ষ তরুণ কর্তৃক অনুসৃত ছিলেন, তিনি আজ আল্লাহর ডাকে জীবন দিয়ে চলে গেলেন কিন্তু সেই লক্ষ কোটি তরুণ সেই অসমাপ্ত কাজের নেতৃত্ব দেবে দিচ্ছে এটাই তার মহান সফলতা এমন ব্যক্তি বাংলামা প্রতি দিন জন্ম দেননা তিনি ছাত্র জীবনে পূব পশ্চিম পাকিস্তানের ইসলামী ছাত্র সংরঘর কেন্ত্রীয় সভাপতি ছিলেন।মানুষ বেঁচে থেকে কর্মে ও আদর্শে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
368966
১৪ মে ২০১৬ রাত ১২:৩৯
আমীর আজম লিখেছেন : ।মানুষ বেঁচে থেকে কর্মে ও আদর্শে। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
368985
১৪ মে ২০১৬ সকাল ১০:৫৮
awlad লিখেছেন : মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী তিনি সফল একজন রাজনীতিবিদ, সফল ইসলামিক স্কলার, সফল একজন বাবা, তিনি অনুকরণীয়- অনুসরণী।াসসালাম ভালো লাগলো অনেক ধন্যবাদ
368996
১৪ মে ২০১৬ দুপুর ১২:৪৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File