ছবি ব্লগ: নিজামীর গ্রাম থেকে
লিখেছেন লিখেছেন নয়ন খান ১৩ মে, ২০১৬, ১০:৩৩:৫৮ রাত
রাত থেকেই পুলিশ-র্যাবের ব্যাপক টহল। প্রতিটা রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ লীগ। এমনকি গ্রামের ঢোকার রাস্তাও। কিন্তু যারা কোরআনের ভয়ে নির্ভীক তাদের রুখবে কে? নিজামী প্রেমিকরা যে তাদের নেতাকে একা একা কবরে নামাতে দেবে না। তা যেভাবেই হোক!
যে যার মত পারল, রাতেই গোপনে মন্মথপুরের আশেপাশে বিভিন্ন বাড়ীতে মানুষজন আশ্রয় নিল। লাশ আসার পর বানের স্রোতের মত সব মানুষ এক সাথে ঢুকে পড়ে গোরস্থান সংলগ্ন মাঠে। থ্যাংকস সোশ্যাল মিডিয়া! পুলিশ লীগ পিছু হটে। আওয়ামী লীগ-ছাত্রলীগ তো সাঁথিয়াতে আসবে না। কারণ তারাও যে নিজামীকে ভালভাবে চেনে। এবার চারদিকে খবর রটে পুলিশ বাধা দিচ্ছে না, বরং ওরাও মানুষ হয়েছে। মোনাজাতে কাঁদছে।
মুহুর্তেই লোকে লোকারণ্য। হাজার হাজার জনতার ক্রন্দন, হে আল্লাহ, কেন আমার জীবনটা নিলে না, বিনিময়ে যদি নিজামী হুজুরের জীবনটা ফিরে পেতাম!
সে এক বিরল দৃশ্য। আমার মামা এক মাদ্রাসার প্রিন্সিপাল। উনি বললেন এ দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না। বাবা-মা মরলেও মানুষ এমনভাবে কাঁদে না। কবর সংলগ্ন ছোট মাঠে স্থান সংকুলন হল না। পাশেই ফসলী জমি। মরিচের আবাদই বেশী। জমির মালিকরা এগিয়ে এলেন। বললেন আমি আমার মরিচ চাই না। মরিচ পাওয়া যাবে, কিন্তু এই সুযোগ আমরা পাব না। নিজামীকে আমরা কোথায় পাব? আপনারা আমাদের ক্ষেতে চলে আসুন। ওখানেই নামায পড়ুন। প্রায় বিশ বিঘা জমির মালিকরা তাঁদের জমি ছেড়ে দিয়েছে।প্রথম আলো বড় একটা নিউজ মিস করেছে, "নিজামী মারা গিয়েও বিশ বিঘা জমির মুল্যবান আবাদ নষ্ট করল।"
মানুষ তো আসছে তো আসছেই। ওইদিনে ২৬ বার জানাযা। গ্রামের লোকেরা এগিয়ে এসেছে মেহমানদের আপ্যায়ন করাতে। স্মরণ করিয়ে দেয় আনসাররা যেমন করেছিলেন মুহাজিরদের!
ফসলী ক্ষেতে মানুষ
বাবার জানাযায় ছেলের ইমামতি। এমন সৌভাগ্যবান বাবা-ছেলেই বা কজন আছে?
আমার বাবার প্রতি তুমি রাজী খুশী থেকো, হে রহমান! আর তো পারি না, হে মা'বুদ!
হে প্রশান্ত আত্মা, চলে যাও তোমার রবের দিকে। জান্নাতে যাওয়ার জন্য তুমি বড় ব্যস্ত হয়ে গিয়েছিলে যে!
না, এরা তরুন প্রজন্ম না!
মানুষ ফসলী জমিতেও
কোথায় পাব তাঁকে?
বাড়ীতেও মানুষ ভর্তি
থামছে না মানুষ
"পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত,
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু।
আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন অবস্থায়, কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি?"
#WeAreNizami
বিষয়: বিবিধ
৪৩১৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো
আমিও যদি সে জানাযায় অংশ নিতে পারতাম!
তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটিমাত্র গ্রন্থ আল কুরআন এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহীদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো
হৃদয়ের তন্ত্রী ছিড়ে ছড়ায় আবির॥
মন্তব্য করতে লগইন করুন