To-let With Wifi

লিখেছেন লিখেছেন নারী ১৩ আগস্ট, ২০১৫, ০৯:৪০:৫৫ রাত



অনেক দিন পর ব্লগে আসা।সময় পাইনা।এখনও ব্যস্ত।বাসা নিয়ে।বাসা খুঁজছি।খুঁজে যা পেয়েছি তা হলো,বর্তমানে ভালো বাসা পাওয়া হাতে চাঁদ পাওয়ার মত।অবশ্য এটা ঢাকায়ই।

দুই একটা রুমের জন্যও উচ্চ মধ্যবিত্ত হতে হবে।তাছাড়া উপায় নেই।নিন্মতু মধ্যবিত্ত তো বাদই দিলাম।ছোট ছোট দুইটা রুমের দাম যদি বলে ১২০০০ তখন আর কি বলব।

To-let দেখতে দেখতে Too late হয়ে যাচ্ছে।

এখন আবার নতুন জিনিস জানলাম।পানি,গ্যাস,বিদুৎ সুবিধার সাথে ওয়াইফাই এর সুবিধা আছে। Surprised সামনের প্রজন্মে আরো কত সুবিধা যোগ হয় কে জানে....

ব্যাপারটা দেখে আমি অনেকক্ষণ হাসলাম Rolling on the Floor

সভ্যতা যতই আগাচ্ছে মানুষ হচ্ছে ততই অসভ্য ততই পাগল।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335700
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৮
হতভাগা লিখেছেন :
''পানি,গ্যাস,বিদুৎ সুবিধার সাথে ওয়াইফাই এর সুবিধা আছে।''


০ কোথায় আছে এই পিছ ?
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৩
277596
নারী লিখেছেন : আপনার প্রশ্নটা ভালো করে বুঝলাম না Worried
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৬
277598
হতভাগা লিখেছেন : এরকম বাসা কোথায় ভাড়া পাওয়া যায় ?
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৯
277599
নারী লিখেছেন : মোহাম্মদপুর
দুই তিনটা রুম ভাড়া এডে দেখলাম লিখা Wifi available আবার কোনোটাতে লিখা also with wifi এটা দেখে আমি মাথায় হাত দিলাম।
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:০৫
277603
হতভাগা লিখেছেন : Wi-Fi ওয়ালা Hi-Fi জায়গায় গেছেন কেন ? ঐগুলার ভাড়া কি মনে করছিলেন ১২,০০০ টাকা এর নিচে হবে ?

১৫,০০০ টাকা এর নিচে আপনি নুন্যতম ভালো বাসা আসা করতে পারবেন না ।
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
277608
নারী লিখেছেন : ১২০০০ হাজার যেটা বলেছি ঐটা ওয়াইফাই সহ বলিন।।
আর আমি ওয়াইফাই কেনই বা খুজব?টুলেট সাবলেট দেখতে দেখতে কয়েকটা এরকম দেখলাম।
335710
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
আওণ রাহ'বার লিখেছেন : হামমমমমমমমমমমম......
আমিও এক্সপ্রিয়েন্সড......তবে উইদআউট ওয়াই ফাই.....
ভাড়া প্রচুর!.......হু হু হু
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:২২
277633
নারী লিখেছেন : হা হা হা।।।ওয়াই ফাই কেনই বা দিবে?
335731
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:২৬
দ্য স্লেভ লিখেছেন : সভ্যতা যতই আগাচ্ছে মানুষ হচ্ছে ততই অসভ্য ততই পাগল।
১৪ আগস্ট ২০১৫ রাত ১২:৫০
277634
নারী লিখেছেন : :Thinking :Thinking :Thinking
353390
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বেশ অনেকদিন পর ব্লগে আসলাম খুঁজে খুঁজে প্রিয় ব্লগারদের কুটিরে হাজির হচ্ছি। আপু কেমন আছেন? আপনিও কি মিইয়ে পরেছেন আমার মত?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File