সেলফিময় হজ্জ পালন
লিখেছেন লিখেছেন নারী ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪২:৪৭ রাত
আমি বাকরুদ্ধ!....সত্যিই বাকরুদ্ধ!
শুধু এতুটুনই বলতে পারি,"কিয়ামতের সব আলামত কি দেখেই মরতে হবে! "
করবানির চামড়ার মত যখন মানুষগুলোকে নেওয়ার ছবি দেখলাম আর এখন এটা দেখে আসলেই কাঁদতে মন চায়!!!লজ্জিত!!!লজ্জিত!!!
সভ্যতা যত এগুচ্ছে মানুষ হচ্ছে ততই অসভ্য ততই পাগল
বিষয়: বিবিধ
১৭৫৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাইনাস,
তোমাদের মত অন্ধেরা যারা কিনা নিজের বাবার বৈধ সন্তান কিনা তাই বুঝার বিবেক-বুদ্ধি নাই,
তারা আবার ইসলামের সত্যতা বুঝার বিবেক-বুদ্ধি কোথায় পাবে,
"অন্ধ-বধির-বিবেকহীন"
এরা মৃত্যুর সময়ও সেলফি তুলবে
আমি জানি আপনি অনেক আবেগ প্রবন এবং সরল, তাই ভণ্ডদের মিথ্যা খবর এর কিছু অংশ আপনি আপনার পোস্টে জুড়ে দিয়েছেন,
""" করবানির চামড়ার মত যখন মানুষগুলোকে নেওয়ার """
এই ধরনের মিথ্যা সংবাদ এর অপর নাম ফিতনা,
আল্লাহ আমাদের ফিতনা হতে রক্ষা করুন,
অনেক ধন্যবাদ
কিন্তু সেলফির ব্যাপারে শিউর
যাই মিথ্যা খবর প্রচারণা আর কাবার সাথে সেলফি এটা জঘণ্য
আপনাকেও অনেক ধন্যবাদ
মহান আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন।
ধন্যবা।
যাজাকাল্লাহ্
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
অনিয়ত হওয়ার জন্য দুঃখিত।ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন