“পরিত্যক্ত পিতা”

লিখেছেন লিখেছেন নারী ১৯ নভেম্বর, ২০১৪, ১১:২৪:১৪ রাত

শুনবে কি এক বৃদ্ধের গল্প?

স্বপ্ন কি ছিল তার খুবই অল্প?

দুই পুত্রের জন্য খেটেছিল কতকাল।

আশা ছিল বড়,

তাকে ভালো রাখবে চিরকাল।

রিক্সা চালিয়ে শুকনো শরীরে,রোদে পুড়ে

দু বেলা জোটেনি আহার পেটে।

লোকে তারে কয়,

“দে না কেন ছেলেদের কাজে লাগিয়ে?

কি হবে সারাদিন খেটে?

না খেয়ে কি তোর শরীরে যত্ন মেটে?”

বৃদ্ধ কয়,

“আজ না হয় পারলুম না খেতে?

ছেলেরা বড় হচ্ছে সবে,

রাজা করে রাখবে যখন?

তখন খাবনে পেয়ালা চেটে?’’

রোগে ভুগে তার সন্তানদের গা জ্বলে,

পাগলের মত দৌড়াচ্ছে ডাক্তারের কাছে,ধনীদের কাছে,

তবুও যদি একটু সাহায্য মেলে?

গরীবের ঘরে কত না আবদার?

পূরণে সামর্থ্য ছিল না যে বৃদ্ধর।

আজ ছেলেরা নিজেরাই পূরণে সক্ষম,

বৃদ্ধ হয়ে গেল অক্ষম।

সন্তানরা বিরক্তির দৃষ্টিতে থাকে,

বুড়াকে সেবা করে আর কি হবে?

দুদিন পর সে তো মাটিতে যাবে।

দুটি সন্তানের দিকে,

আশার দৃষ্টিতে চেয়ে রইল বৃদ্ধ

একটু আশ্রয় যদি পাই?

হতভাগা সেই বৃদ্ধ…

অহংকারের কবলে পরে প্রাণ হেরে,

নোংরা ডোবায় পড়ল তার ঠাই।

মৃতপ্রাণ নিয়ে পড়ে রইল যেই,

ডোবার ধারে মানুষের ভিড় হল সেই।

ডোবায় তাকিয়ে কতজনে,

মৃতের চোখে জল এক কোণে।

একি শুধু এক বৃদ্ধ?

যে পায়নি তার পৃতিত্ব?

এরকম রয়েছে হাজারও পিতা

যারে বলা হয় পরিত্যক্ত পিতা।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286006
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৫০
ফেরারী মন লিখেছেন : আপনার লেখাটি পড়ে আমার প্রিয় একজন মানুষের একটি লেখার কথা মনে পড়ে গেলো। জীবনে এত কষ্ট কেনো কেনো কেনো? বাবা মা সন্তান বড় করে কেনো? কষ্ট পাওয়ার জন্য? Sad
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৮
229432
নারী লিখেছেন : সেটাই বুঝিনা।দাত থাকতে দাতের মর্ম বুঝেনা।এমনি অনেক অমানুষ বাবা মাকে ফেলে দেয়। তারা যখন বৃদ্ধ হবে তখন যখন তাদের সন্তানও এমন করবে তখন বুঝবে।
286144
২০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:২০
229711
নারী লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকেও ধন্যবাদ।Happy
286283
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩১
অনেক পথ বাকি লিখেছেন : লেখাটা আমাকে ভাবালো। চমৎকার লিখেছেন। ব্লগে এত কম কেনো?
২০ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
229720
নারী লিখেছেন : ধন্যবাদ।Happy
ব্লগে মাত্র সবে কয়দিন।এত সময় পাইনা এজন্যই কম।
একটা প্রশ্ন লেখাটা আপনাকে কি ভাবালো?Happy
336484
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৫ রাত ০৯:১৩
278350
নারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File