“পরিত্যক্ত পিতা”
লিখেছেন লিখেছেন নারী ১৯ নভেম্বর, ২০১৪, ১১:২৪:১৪ রাত
শুনবে কি এক বৃদ্ধের গল্প?
স্বপ্ন কি ছিল তার খুবই অল্প?
দুই পুত্রের জন্য খেটেছিল কতকাল।
আশা ছিল বড়,
তাকে ভালো রাখবে চিরকাল।
রিক্সা চালিয়ে শুকনো শরীরে,রোদে পুড়ে
দু বেলা জোটেনি আহার পেটে।
লোকে তারে কয়,
“দে না কেন ছেলেদের কাজে লাগিয়ে?
কি হবে সারাদিন খেটে?
না খেয়ে কি তোর শরীরে যত্ন মেটে?”
বৃদ্ধ কয়,
“আজ না হয় পারলুম না খেতে?
ছেলেরা বড় হচ্ছে সবে,
রাজা করে রাখবে যখন?
তখন খাবনে পেয়ালা চেটে?’’
রোগে ভুগে তার সন্তানদের গা জ্বলে,
পাগলের মত দৌড়াচ্ছে ডাক্তারের কাছে,ধনীদের কাছে,
তবুও যদি একটু সাহায্য মেলে?
গরীবের ঘরে কত না আবদার?
পূরণে সামর্থ্য ছিল না যে বৃদ্ধর।
আজ ছেলেরা নিজেরাই পূরণে সক্ষম,
বৃদ্ধ হয়ে গেল অক্ষম।
সন্তানরা বিরক্তির দৃষ্টিতে থাকে,
বুড়াকে সেবা করে আর কি হবে?
দুদিন পর সে তো মাটিতে যাবে।
দুটি সন্তানের দিকে,
আশার দৃষ্টিতে চেয়ে রইল বৃদ্ধ
একটু আশ্রয় যদি পাই?
হতভাগা সেই বৃদ্ধ…
অহংকারের কবলে পরে প্রাণ হেরে,
নোংরা ডোবায় পড়ল তার ঠাই।
মৃতপ্রাণ নিয়ে পড়ে রইল যেই,
ডোবার ধারে মানুষের ভিড় হল সেই।
ডোবায় তাকিয়ে কতজনে,
মৃতের চোখে জল এক কোণে।
একি শুধু এক বৃদ্ধ?
যে পায়নি তার পৃতিত্ব?
এরকম রয়েছে হাজারও পিতা
যারে বলা হয় পরিত্যক্ত পিতা।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে মাত্র সবে কয়দিন।এত সময় পাইনা এজন্যই কম।
একটা প্রশ্ন লেখাটা আপনাকে কি ভাবালো?
মন্তব্য করতে লগইন করুন