আমি এবং টুডে ব্লগ
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৯ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:১৭ রাত
টুডে ব্লগে আমার ব্লগ পাঠ সংখ্যা কবে ৫০০০০ পার হয়ে ৫১৯৬৫ হয়েছে টের পাই নি। এরি মাঝে ২১১ টি পোস্ট করেছি, শুধুমাত্র একবার টুডে ব্লগ থেকে আমার লেখা অপসারিত হয়েছে। গড় ব্লগ পাঠের হার ২৪৬।
টুডে ব্লগকে আমার মাতৃ ব্লগও বলা চলে। টুডে ব্লগের সাথে চলতে চলতে অনেক কিছু শিখেছি। প্যারিস থেকে আমি ভাইয়ের কথা অথবা ভিশু ভাইয়ের কথা বেশি মনে পড়ে। তারা একসময় আমার ব্লগের নিয়মিত পাঠক ছিলো। আমি ব্লগার হিসেবে কখনো আদর্শ ব্লগার ছিলাম না, কেননা অন্যের ব্লগে ঢুঁ মারার অভ্যাস আমার কম। যদিও আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সপ্তাহে একদিন আমি আমার পছন্দনীয় ব্লগগুলো নিয়মিত পড়বো।
আমার অনেক সুখ-দুঃখ কিংবা আবেগের স্মৃতি জড়িয়ে আছে টুডে ব্লগকে ঘিরে।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগার ফেরারী ভাইয়ের সুন্দর কথামালার সাথে সহমত আমিও! মন্তব্য করা না হলেও ব্লগ পাড়ি আমরা!আপনার জন্যে অনেক শুভ কামনা!!
লিখূন এবং পড়ুন!!!
মন্তব্য করতে লগইন করুন