গোলাপের পাপড়ি চুয়ে চুয়ে
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৪ অক্টোবর, ২০১৫, ০৫:৪৩:২৩ বিকাল

ফুলের পাঁপড়ি চুয়ে চুয়ে
বারি পড়ছে টুপটাপ
অবাক হয়ে দেখছি বসে
জানলার পাশে চুপচাপ।![]()
বৃষ্টি ঝরছে ঝিরিঝিরি
বইছে ঠাণ্ডা হাওয়া
ভিজল আমার মনটি যেনো
ভিজল খোলা দাওয়া।![]()
বৃষ্টি পড়ছে ঝপঝপিয়ে
গাছের পাতায় পাতায়
বৃষ্টি পড়ছে শব্দে শব্দে
কাব্যের পাতায় পাতায়।![]()
বৃষ্টি পড়ছে ফুলে ফুলে
ঠাণ্ডা বারির ছোঁয়া
এমন দিনে ঘুমের মাঝে
দেহ গেলো খোয়া।![]()
এক দৃষ্টিতে চেয়ে আছি
ঐযে আকাশ পানে
বৃষ্টি যেনো সুর তুলেছে
করুণ গানে গানে।![]()
আশ্বিন মাসের শেষ প্রহরে
বৃষ্টি আসল ধেয়ে
কার্তিক আসবে হীমেল হাওয়ায়
কুয়াশাতে ছেয়ে।![]()
আশ্বিন মাসের আকাশটাতে
কালো মেঘের খেলা
শুভ্র মেঘরা কোথায় লুকায়
খুঁজতে যায়যে বেলা।![]()
কালো মেঘের ছড়াছড়ি
হঠাৎ নামায় বৃষ্টি
আশ্বিন মাসের আকাশ কালো
কালো মেঘের সৃষ্টি।![]()
শুভ্র মেঘের ভেলায় আমি
ভাসতে চাইছি এখন
আকাশজুড়ে কালো মেঘদের
ঘুমানোর নেই লক্ষণ।![]()
হোকনা আকাশ যেমন তেমন
ভালবাসি সকল
সকল ঋতুই আমার মনটা
করে রাখে দখল।![]()
প্রভুর সৃষ্টির সকলকিছু
ভালবাসি আমি
মনের মাঝের ভালবাসা
জানেন অন্তর্যামী।
আসসালামু আলাইকুম
সকোলে কেমোন আছেন
ছালসাবিল কবিতা নিয়ে হাজির
(কানে কানে)
কষ্ট কোরে সংগ্রহ কোরেছি
এততততত সুন্দন্দন্দর কবিতা লেখার ভাগ্য কি আমার আছে
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
ভালল্গচ্ছে ধন্যবাদ। তবে আগামীতে.।
এইটি দিবেন সবসময়।
কবিতা খুব সুন্দর কিন্তু কে লিখেছে তা জাতি জানতে চায়!
শুকরিয়া!
দারররুন কবিতা এজন্য শেয়ার কোরেছি
আপনার বাড়ি যাচ্ছি
ফুলের পাঁপড়ি চুয়ে চুয়ে এভাবেই বুঝি কবিতা ঝরে পড়ছে......
ধন্যবাদ দুজনকেই, যার মাথা থেকে এসেছে এবং যার হাতের ছোয়ার ব্লগে এসেছে......
আপপপপি
মন্তব্য করতে লগইন করুন