গোলাপের পাপড়ি চুয়ে চুয়ে Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৪ অক্টোবর, ২০১৫, ০৫:৪৩:২৩ বিকাল



ফুলের পাঁপড়ি চুয়ে চুয়ে

বারি পড়ছে টুপটাপ

অবাক হয়ে দেখছি বসে

জানলার পাশে চুপচাপ।

Love Struck

বৃষ্টি ঝরছে ঝিরিঝিরি

বইছে ঠাণ্ডা হাওয়া

ভিজল আমার মনটি যেনো

ভিজল খোলা দাওয়া।

Day Dreaming

বৃষ্টি পড়ছে ঝপঝপিয়ে

গাছের পাতায় পাতায়

বৃষ্টি পড়ছে শব্দে শব্দে

কাব্যের পাতায় পাতায়।

Smug

বৃষ্টি পড়ছে ফুলে ফুলে

ঠাণ্ডা বারির ছোঁয়া

এমন দিনে ঘুমের মাঝে

দেহ গেলো খোয়া।

Love Struck

এক দৃষ্টিতে চেয়ে আছি

ঐযে আকাশ পানে

বৃষ্টি যেনো সুর তুলেছে

করুণ গানে গানে।

Tongue

আশ্বিন মাসের শেষ প্রহরে

বৃষ্টি আসল ধেয়ে

কার্তিক আসবে হীমেল হাওয়ায়

কুয়াশাতে ছেয়ে।

Day Dreaming

আশ্বিন মাসের আকাশটাতে

কালো মেঘের খেলা

শুভ্র মেঘরা কোথায় লুকায়

খুঁজতে যায়যে বেলা।

Cook

কালো মেঘের ছড়াছড়ি

হঠাৎ নামায় বৃষ্টি

আশ্বিন মাসের আকাশ কালো

কালো মেঘের সৃষ্টি।

I Don't Want To See

শুভ্র মেঘের ভেলায় আমি

ভাসতে চাইছি এখন

আকাশজুড়ে কালো মেঘদের

ঘুমানোর নেই লক্ষণ।

Love Struck

হোকনা আকাশ যেমন তেমন

ভালবাসি সকল

সকল ঋতুই আমার মনটা

করে রাখে দখল।

Day Dreaming

প্রভুর সৃষ্টির সকলকিছু

ভালবাসি আমি

মনের মাঝের ভালবাসা

জানেন অন্তর্যামী।

Big Grin Love Struck Day Dreaming

আসসালামু আলাইকুম Love Struck সকোলে কেমোন আছেন Smug Smug ছালসাবিল কবিতা নিয়ে হাজির Love Struck Time Out

(কানে কানে) Tongue কষ্ট কোরে সংগ্রহ কোরেছি Punch Big Grin Bee Hypnotised Kiss Tongue Tongue এততততত সুন্দন্দন্দর কবিতা লেখার ভাগ্য কি আমার আছে Big Grin Broken Heart Love Struck Tongue Smug Punch Punch Time Out

বিষয়: বিবিধ

১৭৬০ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345672
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করুন এর চাইতে ভাল কবিতাও লিখতে পারবেন,ইনশাআল্লাহ৷ সংগ্রহ ভাল৷ধন্যবাদ৷
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০০
286882
ছালসাবিল লিখেছেন : আমার মাথা Smug কাজ কোরে নাহ্ Worried Smug Love Struck
345673
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
নাবিক লিখেছেন :
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০১
286883
ছালসাবিল লিখেছেন : বুড়িকে Surprised কেনো দেখাচ্চেন Surprised Crying Smug
345674
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ভালল্গচ্ছে ধন্যবাদ। তবে আগামীতে.।
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০২
286884
ছালসাবিল লিখেছেন : ভাল্লাক্সে Tongue Smug ভালো লাগবে কেনো Broken Heart আমার ঔটির খবর কি Crying Smug
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৬
286910
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওখানে...
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০৩
286921
ছালসাবিল লিখেছেন : Rolling Eyes Rolling Eyes
345681
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সেরাম কবিতা ভাই সেরাম। Love Struck Love Struck Love Struck
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০৩
286885
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, সত্যি সেরাম Tongue Smug
345685
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:২০
অবাক মুসাফীর লিখেছেন : ইদানিং ম্‌যালা ব্‌যাস্ত নাকি?? Btw লেখকের নামটা দেওয়া উচিত...
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০৪
286886
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, লেখক একজন ছবি Tongue Love Struck
345691
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৮
আবু জান্নাত লিখেছেন : কবিতা যারই হোক, দারুন হয়েছে। তবে হাতুড়ি কেনু!
Rose Rose Rose Rose
এইটি দিবেন সবসময়।
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০৫
286887
ছালসাবিল লিখেছেন : এইযে জান্নাতের আব্বু ভাইয়া Love Struck কেমোন আছেন। Smug জান্নাত & তার আন্টি কেমোন আছে Tongue Love Struck
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
286923
আবু জান্নাত লিখেছেন : সবাই ভালো, দোয়া করবেন।
345732
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৫
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম।

কবিতা খুব সুন্দর কিন্তু কে লিখেছে তা জাতি জানতে চায়!

শুকরিয়া!
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০৮
286888
ছালসাবিল লিখেছেন : আপপপপপি Love Struck কবিতা ছবি নামে একজন আপপপুর থেকে সংগ্রহ কোরেছি Love Struck
দারররুন কবিতা এজন্য শেয়ার কোরেছি Love Struck
আপনার বাড়ি যাচ্ছি Smug Tongue রেডি Tongue
345759
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৪
দ্য স্লেভ লিখেছেন : খুব দারুন সংগ্রহ,সহজ কবিতা তাই বুঝতে সুবিধা হল। আমার পুটির মায়ের জন্যে একটা লেখা যায় কিনা দেখব Happy
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০১
286919
ছালসাবিল লিখেছেন : Love Struck Smug ভাইয়া, লিখে ফেলুন Love Struck সাথে পুটির খালামনির জন্য একটি Tongue Love Struck
345768
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৫
পুস্পগন্ধা লিখেছেন :
ফুলের পাঁপড়ি চুয়ে চুয়ে এভাবেই বুঝি কবিতা ঝরে পড়ছে......
ধন্যবাদ দুজনকেই, যার মাথা থেকে এসেছে এবং যার হাতের ছোয়ার ব্লগে এসেছে......
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০৩
286920
ছালসাবিল লিখেছেন : Tongue Smug Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Tongue
আপপপপি Love Struck হাতের ছোয় নয় Smug মাউসের ছোয়া Tongue Love Struck Don't Tell Anyone
১০
345801
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩১
রাইয়ান লিখেছেন : Rose Rose Rose Bee Bee Bee Star Star Star .... শুভেচ্ছা ... Happy
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১১
286977
ছালসাবিল লিখেছেন : এই যে রাইয়ান আপপপি Love Struck কেমোন আছেন Love Struck আমাবশ্বার চাঁদ হয়ে মাঝে মাঝে উকি Smug Smug Tongue
১৬ অক্টোবর ২০১৫ রাত ০২:০৩
286995
রাইয়ান লিখেছেন : Big Grin
১১
345851
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : ছবি আন্টির ছবির মত ছবি নিয়ে দারুণ ছবিতা Rose Bee Star
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১১
286978
ছালসাবিল লিখেছেন : আন্টি Love Struck Tongue ছবি আন্টিকে আপনি চেনেন Love Struck Smug
১৬ অক্টোবর ২০১৫ রাত ১১:১৫
287077
বৃত্তের বাইরে লিখেছেন : ছবি আন্টিকে সবাই চেনে। কেন আমাদের মোনালিসা আন্টি

১৭ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৩
287199
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor Bee Big Grin আমমমমিও চিনি Smug Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File