দোহাই লাগে এই কামটা কইরেন না
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ অক্টোবর, ২০১৫, ০৭:১২:১৮ সন্ধ্যা
গত কয়েকদিন থেকে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে যখন নেপাল .মালদ্বীপ কঠোর হুশিয়ারী দিচ্ছে ঠিক সেই সময়ে আপনি এ কি শুনালেন ? আপনার বক্তব্যে আমাদের স্বাধীনতা লজ্জা পাচ্ছে। আপনি কি ভুলে গেছেন ভারত সেই দেশ যে দেশের পার্লামেন্টে মারামারি হয় যে দেশের মানুষ সাম্প্রদায়িক সন্ত্রাসী ? ভারত আন্তর্জাতিক অঙ্গনে একটা হিংসুক জাতি।
নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন , আগামীতে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচন দলীয়ভাবে সম্পন্ন করতে পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা কাজে লাগাবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভারতের স্থানীয় নির্বাচনগুলোর আইন, বিধিমালা ফলো করা হবে। স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করেন আর নির্দলীয় করেন সেটা দেশের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আপনারা আপনাদের নিজ অভিজ্ঞতা থেকে করেন তাতেই ভালো। সমাজের রন্দ্রে রন্দ্রে আজ অপসংস্কৃতির জয়জয়কার আর সেটার জন্য দায়ী ভারতীয় টেলিভিশন এবং তাদের সংস্কৃতি। আমাদের রাজনৈতিক অঙ্গনেও ভারতের রাজনৈতিক কালচার অনেক আনা হয়েছে। প্লিজ আর আইনেন না ওদের নীতিতে না চলে বাংলাদেশের স্বাধীনতার চেতনা কাজে লাগানোর চেষ্টা করেন। বাংলাদেশের জনগণ ভারতকে অনুসরণ করা মেনে নিতে চায় না। আপনারা জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসতে পেরেছেন তাহেল কেন সামান্য স্থানীয় নির্বাচন করতে পারবেন না ? সেটার জন্য কেন ভারতের অনুসরন করণ লাগেব ?
দোহাই লাগে যেভাবেই নির্বাচন করেন মেনে নেয়ন লাগবে কারণ আপনাদের হাতে অনেক ক্ষমতা কিন্তু ভারতের অনুসরন করা মানার মত নয়। কারণ ওরা আমাদের ফেলানির খুনি ,আমাদের পানি আটকিয়ে রেখেছে ,আমাদের ক্রিকেট অগ্রগতিকে থামিয়ে দিতে চাচ্ছে , ওরা বিশ্ব দরবারে কুটনৈতিক ভাবে বাংলাদেশকে পরাজিত করার জন্য কাজ করে যাচ্ছে।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন