দোহাই লাগে এই কামটা কইরেন না

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৪ অক্টোবর, ২০১৫, ০৭:১২:১৮ সন্ধ্যা

গত কয়েকদিন থেকে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে যখন নেপাল .মালদ্বীপ কঠোর হুশিয়ারী দিচ্ছে ঠিক সেই সময়ে আপনি এ কি শুনালেন ? আপনার বক্তব্যে আমাদের স্বাধীনতা লজ্জা পাচ্ছে। আপনি কি ভুলে গেছেন ভারত সেই দেশ যে দেশের পার্লামেন্টে মারামারি হয় যে দেশের মানুষ সাম্প্রদায়িক সন্ত্রাসী ? ভারত আন্তর্জাতিক অঙ্গনে একটা হিংসুক জাতি।

নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন , আগামীতে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচন দলীয়ভাবে সম্পন্ন করতে পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা কাজে লাগাবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভারতের স্থানীয় নির্বাচনগুলোর আইন, বিধিমালা ফলো করা হবে। স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করেন আর নির্দলীয় করেন সেটা দেশের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আপনারা আপনাদের নিজ অভিজ্ঞতা থেকে করেন তাতেই ভালো। সমাজের রন্দ্রে রন্দ্রে আজ অপসংস্কৃতির জয়জয়কার আর সেটার জন্য দায়ী ভারতীয় টেলিভিশন এবং তাদের সংস্কৃতি। আমাদের রাজনৈতিক অঙ্গনেও ভারতের রাজনৈতিক কালচার অনেক আনা হয়েছে। প্লিজ আর আইনেন না ওদের নীতিতে না চলে বাংলাদেশের স্বাধীনতার চেতনা কাজে লাগানোর চেষ্টা করেন। বাংলাদেশের জনগণ ভারতকে অনুসরণ করা মেনে নিতে চায় না। আপনারা জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসতে পেরেছেন তাহেল কেন সামান্য স্থানীয় নির্বাচন করতে পারবেন না ? সেটার জন্য কেন ভারতের অনুসরন করণ লাগেব ?

দোহাই লাগে যেভাবেই নির্বাচন করেন মেনে নেয়ন লাগবে কারণ আপনাদের হাতে অনেক ক্ষমতা কিন্তু ভারতের অনুসরন করা মানার মত নয়। কারণ ওরা আমাদের ফেলানির খুনি ,আমাদের পানি আটকিয়ে রেখেছে ,আমাদের ক্রিকেট অগ্রগতিকে থামিয়ে দিতে চাচ্ছে , ওরা বিশ্ব দরবারে কুটনৈতিক ভাবে বাংলাদেশকে পরাজিত করার জন্য কাজ করে যাচ্ছে।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345683
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ওরা বিশ্ব দরবারে কুটনৈতিক ভাবে বাংলাদেশকে পরাজিত করার জন্য কাজ করে যাচ্ছে।
১৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২২
286852
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া ওরা তা করেই চলছে
345688
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : ওরা বাংলাদেশকে গিলে খেতে চাচ্ছে৷৪৭ এর আগের মত৷
১৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৩
286853
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি সঠিক বলেছেন
345710
১৪ অক্টোবর ২০১৫ রাত ১১:০৫
shaidur rahman siddik লিখেছেন : আস্তে আস্তে সব কিছুই ভারতের হয়ে যাবে। বাংলাদেশ নামেও কোন দেশ থাকবে না। সব কিছুই চলবে ভারতের কথামত
১৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৩
286854
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি উনারা যাহা বলিবি আমরা তাহা করিতে বাধ্য
345713
১৪ অক্টোবর ২০১৫ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কইয়া আর লাভ কি!!!!!!!!!!!!!!
১৫ অক্টোবর ২০১৫ রাত ০১:২৩
286855
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক ভাই কারে কি কমু
345725
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৪
সাদিয়া মুকিম লিখেছেন : কথা সঠিক কর্ণকুহরে পৌঁছুক এটাই কামনা!
345735
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : উনি ভুল বলেছেন। যে কথা বলেছেন তা না বললেও চলতো। আমরা তো এমনিতেই ভারতীয় হয়ে আছি।
345745
১৫ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা অনুকরণ প্রিয় , এরা সবসময়ই ভারতকে ফলো করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File