অন্তরের ভালোবাসা শুধুই তোমার জন্য একান্ত
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৩:৩৪ দুপুর
গ্রহথেকে গ্রহান্তরে
আমি ঘুড়তেছি একা একা,
কোথাও পাইনি কেন
তোমার দেখা।
ভেবেছিলাম তুমি লুকিয়ে আছো
নক্ষত্র মাঝারে,
দেখতে গেলাম সেথায় আমি
তবু পেলাম না তোমারে।
কোথায় তুমি-কোথায় তুমি
চিৎকার করে খুজেফিরি আমি,
তোমায় দেখার স্বাদ,
মোর অন্তরো মাঝারে।
খুজতে খুজতে পরি জমালাম
গ্যালাক্সির ভিতরে,
সেথাও দেখি নেই তুমি
দুঃখ বেদনায় ফিরি আমি।
আরোও দূরে গেলাম আমি
ক্লাস্টারের মাঝারে,
সেথাও তুমি নেই
বেথা পেলাম অন্তরে।
হাবল ভলিউমের ভিতরে
কোথাও পেলামনা আমি তোমারে,
কোথায় গেলে তুমি
আমায় ফেলে রেখে একারে।
হঠাৎ আমার মনেপড়লো
কোরআনের আয়াতরে,
তুমি মহান রহমান
আরশের উপরে।
গ্রহতারা নক্ষত্রগুলো
চলছে তোমার নিয়মে,
সৃষ্টির সৌন্দয্য তোমার
গুনোগানের মাঝারে।
অন্তরে মোর বাসনা একটাই
দেখাদিও আমারে,
শেষবিচারের দিনে তুমি
রেখ আমায় ডানদিকের কাতারে।
হে রহমান, দয়াময়, আরশের অধিপতি, আল্লাহ- আমার দুআ কবুল করুন। সকল মুসলিম/মুসলিমা, মুমিন/মুমিনা ভাইইইয়া/আপপপপুদের জন্যও কবুল করুন। আমীন।
ফাতিমাপি ,সাদিয়াপি ,গন্ধাপি , আফরাপি ,ঘুমাপপপি ,জিবানুপি (ক্ষণিকা) ও সকল ভাইয়য়য়য়য়ারা
সবাই কেমন আছেন আমি ভালোআছি
বিষয়: বিবিধ
১৭৫৯ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা, আপনি জান্নাতের আব্বু পিকচারটির ছেলেটি কে আগের ঘড়ের নাতো
জান্নাতের খালামুনির সংবাদ ??
বি ফর ব্লক
মেইক ইউর চয়েস
উইদিন ঠুয়েল্ভ ওক্লক
অন্তরে মোর বাসনা একটাই
দেখাদিও আমারে,
শেষবিচারের দিনে তুমি
রেখ আমায় ডানদিকের কাতারে।
খুব সুন্দর কবিতা!
আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই! আপনি? পরিচয়টা জানতে পারলাম না এখনো!
শুকরিয়া!
আপপপপি দেশে এলেন আমার জন্য কিচুই আনলেন না কেনু
আমার ভাত কেড়ে নিল
হুমম, ভাল আছি.....। আপনার তো দেখি কবি প্রতিভা নদীর মত প্রবাহমান হচ্ছে..
এই ভরা বর্ষায় আপনাকে ধরে চুবিয়ে নিয়ে আসলেই নদীকে চিনে যাবেন......)
মন্তব্য করতে লগইন করুন