ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন ভ্যাটিকান মন্ত্রী

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৮:২৮ দুপুর

গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী লোকদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ক্যাথোলিক সম্প্রদায় অত্যন্ত ছোট আকারের, তবে চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। ভ্যাটিকানের মন্ত্রী বলেন, বাংলাদেশে তিনি তাঁর প্রথম সফরের আনন্দ উপভোগ করছেন এবং তিনি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মধ্যে সংলাপকে উৎসাহিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্যাথোলিক সম্প্রদায়ের গঠনমূলক ও উল্লেখযোগ্য ভূমিকা পালনে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন।

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342065
১৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৮
বেদনা মধুর লিখেছেন : ও আচ্ছা, তাহলে মুসলমানদেরকে নির্যাতন আর হিন্দুদেরকে চাকরি বাকরি সবখানে সুযোগ দেয়ার নামই সম্পৃতি?
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
283456
অপি বাইদান লিখেছেন : কাফের মুর্তাদ কতল কর।
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
283504
বেদনা মধুর লিখেছেন : না না আস্তাগফিরুল্লাহ। কতল করা মহা পাপ। ইসলাম তা সমর্থন করে না।
চাকরি বাকরি পাবে জনসংখ্যার অনুপাতে। কিন্তু এখন হিন্দুরা পাচ্ছে আর আমরা পাচ্ছি না।
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৪
283516
অপি বাইদান লিখেছেন : গন্ড মুছলিমরা সব কিছুতেই পিছিয়ে আছে। আন্তর্জাতিক নোবেক পুরুস্কারেও ১.৫ বিলিয়ন মুছলিমরা সামান্য কিছু ইহুদীদের তুলনায় তলানিতে। দুঃখ করে কি হবে?
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২২
283545
বেদনা মধুর লিখেছেন : মুসলিম নিধনের জন্য যে পুরস্কার দেয়া হয় সেটা মুসলিমরা পাবে? মাথা খারাপ?
342069
১৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
কুয়েত থেকে লিখেছেন : যার সার্থ রক্ষা হবে সে তো প্রসংশা করবেই। অপি বাইদানের মত লোকদের ক্ষতি করে দেখুন..? প্রতিবেশী তখনই খুশী হয় যখন ঘরের লোক দোষমন হয়। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File