ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন ভ্যাটিকান মন্ত্রী
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৮:২৮ দুপুর
গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী লোকদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ক্যাথোলিক সম্প্রদায় অত্যন্ত ছোট আকারের, তবে চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। ভ্যাটিকানের মন্ত্রী বলেন, বাংলাদেশে তিনি তাঁর প্রথম সফরের আনন্দ উপভোগ করছেন এবং তিনি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মধ্যে সংলাপকে উৎসাহিত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্যাথোলিক সম্প্রদায়ের গঠনমূলক ও উল্লেখযোগ্য ভূমিকা পালনে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চাকরি বাকরি পাবে জনসংখ্যার অনুপাতে। কিন্তু এখন হিন্দুরা পাচ্ছে আর আমরা পাচ্ছি না।
মন্তব্য করতে লগইন করুন