চল চল চল, ডিজিটাল
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৯ জুলাই, ২০১৫, ১১:৫০:২২ সকাল
চল চল চল, উর্দ্ধ মহলে
চোরের দল,
খাটিয়ে প্রভাব খাটিয়ে বল
দেশের ১২টা বাজিয়ে চল |
চলরে চলরে চল, চল চল চল ।
.
দেশের কপালে হানি আঘাত
জনতা খাবে পান্তা ভাত
আখের গোছায় নেতার হাত
দেশ সেবাতে ছল;
চলরে চলরে চল, চল চল চল।
.
গরিবের লাগি গাহিয়া গান
দেশ বানাবো মহা শশ্বান
দেশ করিব দুর্বল;
চলরে চলরে চল, চল চল চল।
.
বুবুরা এখন বিড়াল পোষেন,
যাকে খুশি তাকেই দোষেন
থলের বিড়াল বেড়িয়ে গেলে
উপায় কি আর বল;
চলরে চলরে চল, চল চল চল।
.
সুর্যের চেয়ে বালি গরম,
ইহাই সত্য ইহাই পরম
খালি পায়ে বালির উপর
আম জনতার ঢল;
চলরে চলরে চল, চল চল চল।
.
কালেকট করেছি, আগে ভাগে বলে নিচ্ছি
বিষয়: বিবিধ
১৫০৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা ঠিক না, ফাস্টু হওয়ার জন্যে লগ ইন করলাম আর আপনি ফাস্টু হয়ে গেলেন !!!!!!!!!!!!
আপনারা দুজনি যৈথভাবে ফাস্টু ঘোশনা করা হলো ফাস্টু হিসেবে দুজনেরি আমার বাসায় দাওয়াত রইলো কিন্তু
সাথে আয়েশা ভাবীর ও দাওয়াত রইলো রহিম ভাইয়া ভুলেও আসবেন না কিন্তু
ইহাই সত্য ইহাই পরম
খালি পায়ে বালির উপর
আম জনতার ঢল;
চলরে চলরে চল, চল চল চল।"
আপনি বালির উপর খালি পায়ে হেটেছেন?
সুতরাং সাবধান!!!
কতততত দূরররর ??
বানের জোয়ারে আসিছে জল, লাগবে না আর চাপকল।
ডাঙ্গায় ঘুরছে মাছের দল, ছাদে উঠে মাছ ধরবি চল।
দুষ্টামির ছলে দারুন হয়েছে।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
] ] ] ] ]
খুউউউব খুশি হয়েছি ভাইয়া অবশ্য এটি আমার লেখা নয়
ওয়েট আপনার লেখা এবার আমার নামে ছাড়বো
মন্তব্য করতে লগইন করুন