একেমন রিকশাওয়ালা !!!

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৯ জুলাই, ২০১৫, ১১:৩৬:২১ সকাল

এলাকার এক রোগিকে দেখে যখন হাসপাতাল থেকে বের হচ্ছি তখন ঘড়ির কাটায় রাত্রি ১০ টা পেরিয়েছে।

মনে পড়লো হাসপাতালে আসার সময় আরিবাকে কথা দিয়েছি ওকে বেড়াতে নিয়ে যাবো। বাচ্চার কাছে খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে চাইনা বলে, এক রিক্সাওয়ালাকে (চার্জার রিক্সা) বাসার ঠিকানা দিয়ে বললাম, ওখানে যাবো, আমার মেয়েটাকে নিয়ে শহরটা ঘুরবো কত নিবেন। ভাড়া নিয়ে ঝামেলা না হওয়ায় রওয়ানা দিলাম।



গেটের কাছে দাঁড়িয়েছি, আরিবা আসছে এমন সময় রিক্সা থেকে সুললিত কন্ঠের কুরআন তেলাওয়াত শুনে থমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম অডিও বাজছে পরে বুঝলাম আমার ধারণা ভুল, রিক্সাওয়ালা তেলাওয়াত করছে। সূরা ইনশিকাক থেকে তেলাওয়াত করা দেখে জিজ্ঞেস করলাম, " কতটি সূরা মুখস্থ?"

আমাকে অবাক করে দিয়ে বললো, "১১৪ টি।"

"তার মানে আপনি হাফেজ?"

"জ্বি"

"ইয়াদ আছে?"

"আছে, এবারও তারাবি পড়িয়েছি।"

এরপর সে একেকটা সূরার বিভিন্ন অংশ থেকে অর্থসহ বলতে লাগলো, আমি অবাক হতে লাগলাম।

তাওহীদ, রেসালাত নিয়ে এত চমৎকার আলোচনা আমি কখনো শুনিনি।

সূরা আসরের ব্যাখ্যা, ইসলামী আইনের প্রয়োগ, সাহাবাদের জীবনী চমৎকারভাবে ব্যাখ্যা করে চললো।

আমি কয়েকবার জিজ্ঞেস করলাম রিক্সা চালান কেন, না শোনার ভান করে এড়িয়ে গেলেন।

একসময় বললেন, লূত(আঃ) এর কওমকে ধ্বংস করার সময় একজন আবেদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। লূত(আঃ) অাল্লাহর কাছে বলেন সে তো বেগুনাহ, সৎকর্মপরায়ণশীল তাকে কেন ধ্বংস করেছেন? আল্লাহ বলেন, সে একা একা আমল করে কিন্তু অন্যায় দেখে প্রতিবাদ করেনা তাই তাকেই আগে ধ্বংস করবো।

রিক্সাচালক বললেন, ভাই আজ আমরা কি অন্যায় দেখলে প্রতিবাদ করি?

সবশেষে শক্ত করে ধরলে বললেন, "আমি একটি মসজিদে জুম্মা পড়াই। মসজিদ কমিটি খুৎবার আগে বলে অমুক কথা বলা যাবে, অমুকটা বলা যাবেনা। রাজনৈতিক আলাপ করা যাবেনা। ইত্যাদি। আমি বলেছি কুরআনের সব কথা আমি বলবোই। ইচ্ছা হলে আমাকে রাখবেন না হলে তাড়িয়ে দিবেন। কুরআনের কোন কথা আমি গোপণ রাখতে পারবোনা। যেকোন দিন চাকুরী চলে যাবে তাই আগাম প্রস্তুতিস্বরুপ বিকল্প ইনকামের পথ ঠিক করে রাখছি।"

তার মতে কুরআনের কথা আংশিক বলে ভাল থাকার চেয়ে রিক্সা চালিয়ে হক পথে থাকা অনেক ভাল।

আমাদের দেশের আলেমদের কি এই রিক্সাচালকের থেকে কিছু শেখার আছে(?)

---------

(সংগৃহীত)

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332404
২৯ জুলাই ২০১৫ সকাল ১১:৪০
রক্তলাল লিখেছেন : Star
২৯ জুলাই ২০১৫ দুপুর ১২:২৬
274701
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : :Thinking
332405
২৯ জুলাই ২০১৫ সকাল ১১:৪৩
কোমকোম লিখেছেন : চোখে পানি এসেগেল
২৯ জুলাই ২০১৫ দুপুর ১২:২৭
274702
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আশারই কথা ।জীবন যুদ্ধে হয়তো এভাবেই জয় লাভ করতে হয়।তবুও বাতিলের কাছে মাথা নত নয়।
332407
২৯ জুলাই ২০১৫ সকাল ১১:৫৫
ছালসাবিল লিখেছেন : উনি কিন্তু চরমোনাই বিরোধী, সেটা জানেন কি ভাইয়া Day Dreaming Thumbs Up
২৯ জুলাই ২০১৫ দুপুর ১২:২৯
274703
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কে চরমোনাই বিরোধী ,আর কে পন্হী তা মুখ্য বিষয় নয় ।গঠন মূলক মন্তব্য করুন লেখার উপর ।
২৯ জুলাই ২০১৫ দুপুর ০১:১১
274708
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Tongue
332443
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
২৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৫
274733
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ।শুকরিয়া ,জাযাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File