ভুল হলে ক্ষমা করো প্রভু ! আরে না দেশবাসীর কাছে এমন আকুতি প্রভুর কাছে না ===================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ জুলাই, ২০১৫, ১১:২৩:৩৫ সকাল



আমার মা বলতেন , ওনার ছোট বেলায় একবার নাকি আমার একমাত্র মামা রাগ করেছিলেন । এমন রাগ যে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছেন। নানি সহ বাড়ীর সবাই সেধেছে ভাত খাওয়ার জন্য কিন্তু উনি একই জবাব দিলেন খাব না।

বাড়ীর সবাইর চেষ্টা ব্যার্থ হলে পর পুনরায় কেহ চেষ্টা করছে না , সবাই ভাবছে দেখি সে কয়দিন না খেয়ে থাকতে পারে।

এদিকে মামার অবস্থা তো টাইট । মনে মনে ভাবছে কেহ যদি একবারও সাধে তবে সাথে সাথে খাবো '' কিন্তুু আর কেহ সাধছে না।

এবার মামা বাদ্ধ হয়ে একটা কাগজে সুন্দর করে লিখেছেন : ' আবার সাধিলে খাইব।

বস সব কিছু ঢিসমিস।

৫ই জানুয়ারীর ভোটার বিহীন সরকার তেমনই ভাবছে জনগনের কাছে ক্ষমা চাইবে কিন্তু সেই কৌশলটা প্রায় চুড়ান্ত পর্যায়।

খালেদা তারেক সহ বিএনপির শির্ষ নেতৃবৃন্দের দ্রুত বিচার কার্য শেষ করেই তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করবে । তারপরই নির্বাচনের তারিখ ঘোষনা করবে । গোলকিপার ছাড়া গোল দিয়ে বলবে ৫ই জানুয়ারীতে ভোট করলেও আমরা জিততাম !! বস খেলা তো শেষ

মনে হয় জাতী হয়তো আর কোন দুর্ঘটনার স্বীকার হতে চলেছে যেই দুর্ঘটনার কারনে আরো ৫০ বছর পিছে পড়বে কিন্তু তারপরেও ভাইরাস নিপাত হবে

আমরা সবাই চাই জাতী সেই ভাইরাসকে নিপাত করতে একত্রিত হয়ে কাজ করবে । আমিন

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332403
২৯ জুলাই ২০১৫ সকাল ১১:৩৫
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের বিকল্প দেশবাসীর হাতে এখন নেই ।

আর বিরোধী দলের আওয়ামী লীগ অনেক রেশী রাফ এন্ড টাফ । দেশবাসী এই রিস্ক নিতে সাহস করবে না

২৯ জুলাই ২০১৫ সকাল ১১:৪০
274685
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সময় সব কিছু বলে দিবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File