সকালে উঠিয়া আমি মনে মনে বলি
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৮ মে, ২০১৫, ০৬:০৭:২৩ সন্ধ্যা
সকালে উঠে আমি মনে মনে বলি,
সারা দিন যেন আমি দুষ্টুমি ছাড়াই চলি,
আদেশ করেন যাহা কোরআন ও হাদীসে,
আমি যেন সেই কাজ করি ভালোবেসে।
জীবনটিকে যেন আমি গড়ি সুন্দর বেশে,
মনদিয়ে আমি যেন থাকি সোজা পথে,
পথ যেন বাকা নাহয় আমার চলিতে,
নচেত আমি হোচট খেয়ে পরিব অগ্নিতে।
আদর্শ ধরবো আমি মহানবীরও (ছা),
সেই আদর্শ হচ্ছে সর্বচ্চ সর্বশ্রেষ্ট,
কাজ আমি করিবো তার দেখানো পথে,
আকড়ে ধরিবো আমি জীবন বাজি রেখে।
সালাত আমি পড়েবো সময় মতন,
একটুও যেন নাহয় গরমিল তখন,
সাহায্য চাইবো আমি সালাতের মাঝে,
আমার দোআ কবুল না হয়ে পারকি আর পাবে!
কতত কিচু ভাবী আমি মনের মাঝেতে,
কিন্তু আমি যেই, সেই রয়েযাই এমনিতেই,
শয়তান আমার চেয়ে বেশি শক্তিশালী,
বুঝিতে পারতেছি আমি এই সময় গুলি।
ছাড়ছিনা আমি শয়তানকে হারানোর হাল,
ধরবো জোরকরে আমি নৈকার পাল,
সবার কাছে চাই দুআ যেন আমি জিতি,
প্রানখুলে দুআ করুন আজকে করি ইতি।
-কবির নাম জেনে লজ্জা থেকে বাচার অনুরোধ রইলো
বিষয়: বিবিধ
১৭৩৭ বার পঠিত, ৬৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থামেন থামেন আমার মনে পড়েছে আপনি কোথা হতে এই কবিতা কপি করেছেন।
সেদিন আমি মনে মনে এই কবিতা বানিয়েছি
কিন্তু আপনি আমার মন পড়ে ফেলেছেন
তাই আগামীকাল হরতাল
আমিতো এক্টা কবিতা মাথায় আসে, লিখবো লিখবো করে মাথা থেকে কবিতাটাও চলে যায়, এভাবে কত যায় আসে খেয়ালও নেই। মনে হয় খুব অলস হয়ে গেছি।
কবিতা লিখে দাওয়াত দিন আপপপপি। ইশশশ আপনাকে কতততদিন দেখি নাহ
অনন্তকাল ধরে
তাই তো পারি না পাল্টাতে নাম
দোআ রইলো দুষ্টামি ছেড়ে ভালো হয়ে যান!
ইশ এত কথা সকালে উঠে কখন বলেন ? এগুলি কি মুখস্থ করা আছে নাকি দেখে দেখে পড়েন?
মন্তব্য করতে লগইন করুন