সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকারের বর্তমান মেয়াদেই হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ মে, ২০১৫, ০৬:২১:০১ সন্ধ্যা
দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ বিরামহীনভাবে এগিয়ে চলছে। অক্টোবরে শুরু হবে সেতু নির্মাণের মূল কাজ। ২০১৭ সালের ডিসেম্বর অথবা ২০১৮ সালের প্রথম দিকে সাড়ে তিন বছরে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সুতরাং আশা করা যাচ্ছে বর্তমান সরকারের মেয়াদকালেই পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু এদেশের মানুষের স্বপ্নের সেতু। এ সেতু হবে অনেকেই তা বিশ্বাস করছিলেন না। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেই স্বপ্ন দৃশ্যমান বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদেই পদ্মা সেতু নির্মাণকাজ শেষ হবে। পদ্মা সেতুর কাজ ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। সরকার যথাসময়ে কাজ শেষ করার ব্যাপারে নানামাত্রিক পরিকল্পনাও গ্রহণ করেছে। বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এই সরকার যদি তার ক্ষমতার স্বাভাবিক মেয়াদপূর্ণ করতে পারে তবেই এ সেতু নির্মাণ বাস্তবে রূপ নেবে। সেই সাথে এদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে।
বিষয়: বিবিধ
৭৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোর এই খুনী হাসিনার ভাঙ্গা রেকর্ড নিয়া ফোট!
ছাগল
মন্তব্য করতে লগইন করুন