ব্লগিং ব্লগিং
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৫ মে, ২০১৫, ০৮:৩১:০৭ রাত
ব্লগে এসে আমি,
ঘাপটি মেরে বসি।
প্রথম আমি কমেন্ট গুলোর,
উত্তর দিতেই বেশি ভালো বাসি
___>
এর পরেতে দেখি আমি,
পরিচিত মুখ।
কে কোথায় কমেন্ট করেছে,
দেই একটু ডুব।
___>
ফাতিমা আপপপুর কমেন্ট ধরে,
রাইট বাটনটি চাপি,
দেখি তিনি কি বলেছেন,
আমিও একটু বকি।
___>
তারপরেতে দেখি আমি,
পুস্পগন্ধাপুকে,
কোথায় তিনি কমেন্ট করে,
সেথায় আমি হাজির
___>
মাঝে মঝে দেখি আমি,
স্লেভ ভাইয়া কি খায়,
যেথায় যাই দেখি শুধু,
রান্না বান্না বেজায়
___>
পুতুল আপপপপি "ভাল্লাক্সে",
এই কথাটি লিখি,
পুতুলাপি রাগহয়ে,
দৈড়ান দেয় বুঝি
___>
তারপরেতে বৃত্তাপুকে,
খুজেফিরি বাবাজি,
হঠাৎ এসে কমেন্ট করে,
বিড়াল ছানা দেয় পুশি
__>
ভিশু ভাইয়া,ও ভাইয়া,
কোথায় গেলেন খুজি
রমযানের প্রগাম এবার
হবে নাহ্ বুঝি
__>
সন্ধাতারা আপপপির লেখা,
না পড়লে কি চলে,
খুজে খুজে পড়ি আমি,
দারুন মজা লাগে
__>
সাদিয়া মুকিম আপপপি কোথায়,
ভিশন ভালো লাগে,
মাঝে মাঝে আদর করে,
মাঝে মাঝে রাগে
__>
নুর আয়েশা ভাবীর কথা,
আজিও মনে পরে,
ওনার লেখা কতত দিন,
চোখে যে না পড়ে
__>
আরো অনেক ভাইয়া আপপু আছে,
যাদের লেখা পড়ি,
চাইনা আমি বলতে তাদের,
নামগুলো হৃদয়ে গড়ি
__>
ব্লগপড়ার চেয়ে আমি,
কমেন্ট বেশি করি,
সবারি আমি প্রিয় তবে,
দুষ্টুমিতে হাজি
_______>
আররররো অনেক কিছু মাথায় ঘুড়তেছে
কিন্তু আপনাদের পড়তে কষ্ট হবে বোলে রেখে দিলাম ভাজকরে অন্য আর একদিন আগুন জ্বালবো আপনাদেরকে
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবীকে দেন
অস্ত্র না থাকলে কি হবে এভাবে চলবে!!!
হুমকিতে ভয় পেয়ে ছেড়ে দিলাম.....<:-P
ব্লগিং মোদের কার বাড়ি
ভালো লাগলো অনেক ধন্যবাদ,
ককে খায়
কি ব্যাপার? সবাই যেভাবে গড়াগড়ি খাচ্ছে বাসায় যেয়ে মনে হয় সাবান দিয়ে চুবাতে হবে....)
__>
আরো অনেক ভাইয়া আপপু আছে,
যাদের লেখা পড়ি,
চাইনা আমি বলতে তাদের,
নামগুলো হৃদয়ে গড়ি
আপনার মত হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোকে আমিও খুব স্মরণ করি। সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
বড় সে নয়,
লোকে জারে বড়বলে,
বড় সেই হয়
____>
আমাকে সবাই আদদদদর কোরে ছোট্ট ডাকে তাই আমি ছোট্ট কবে যে বড় হবো
সন্ধাতারা আপু আমিও আপনার লেখার ভক্ত....
ছালসাবিল অসত্য বলে নাই....
আমি হাতুড়ি মারতারি না... ইমো টিউটর নিডেড...
আপনাকে অনেনেনেনেেনেক ধন্যবাদ ভাইয়া
বাহ! বাহ ! বাহ ! নাতি!
ইশশশ বিড়ালটি দারররররুন ওয়াও বিড়ালটির বিড়ালনি কোথায় আপপপপি
আলো আপপপপি খুউউউউবই ভালো কোথায় আপনি একটু রেকমেন্ড করবেন তা না করে দাওয়াত বন্ধ!
আপনার বাসায় যাবো নাহ
এটা মনে হচ্ছে স্বরচিত কবিতা! ছন্দে ছন্দে পড়ে ভালো লাগলো!
শুকরিয়া কবিতার চরনে স্মরনে রাখার জন্য!
সাদিয়াপি,
কবিতার কোথাও আমার নাম দেখলাম না।
ইয়ায়ায়ায়ায়া.........আমার নামটাও আছে.....
আরো অনেকের নাম দিয়ে খুব শীঘ্রই আরেকটা হয়ে যাক....................
মন্তব্য করতে লগইন করুন