ইশশশশ জীবনে যে কি কোরলাম
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৯ মার্চ, ২০১৫, ০৫:৩৩:২৮ বিকাল
পিতা মাতা যে কি বস্তু দুনিয়াতে তা একমাত্র যখন তারা থাকবে না তখনই বুঝতে পারবেন
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا (23
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।
Thy Lord hath decreed that ye worship none but Him, and that ye be kind to parents. Whether one or both of them attain old age in thy life, say not to them a word of contempt, nor repel them, but address them in terms of honour.
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (24
তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
And, out of kindness, lower to them the wing of humility, and say: "My Lord! bestow on them thy Mercy even as they cherished me in childhood."
______>
পিতা মাতার সাথে ভালো,সৈহাদ্যপূর্ন,নরম আচরণ করুন। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন আমীন।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সুন্দর অনুভূতি ও কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় চমৎকারভাবে আলোচনা করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন ভাইয়া।
পিতা মাতার সাথে ভালো,সৈহাদ্যপূর্ন,নরম আচরণ করুন। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন আমীন।
সুন্দর দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
জাজাকাল্লাহু খাইর।
কিন্তু এর সাথে যদি দু একটি ঘটনা নিয়ে আসতে পারতেন, এবং যোগ করতে পারতেন আপনার নিজস্ব অভিজ্ঞতালব্দ কিছু বিবরণ, তাহলে আরো বেশি সুন্দর হতো বলে আমার মনে হয়য়।
জাযাকাল্লাহু খাইর।
আল্লাহ্ সবাইকে মা বাবার প্রতি সদ্বব্যবহার করার তাওফীক দিন। আমিন।
ধন্যবাদ ছোট্ট ভাইয়া সুন্দর পোষ্টের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন