দুনিয়া আখের ভাইজান -সত্যেন সেন সম্মাননা পেলেন মুরগি কবির ওরফে শাহরিয়ার কবির।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ মার্চ, ২০১৫, ০৫:৩৫:৩১ বিকাল



আজকে দেশের বিশিষ্ট জনগন নন্দিত ১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহীনিকে মুরগি সাপ্লাইকারী জনাব মুরগি কবির ওরফে শাহরিয়ার কবিরকে সত্যেন সেন সম্মাননা দিলেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।

জানিনা ভাই মাফ করবেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী কারা বা সত্যেন সেন কে ? যদি কোন ভাইর জানা থাকে তবে দয়াকরে জানাইবেন।

ভোরের কাগজ পত্রিকা যেই ভাবে এই খবরটা প্রচার করলেন হেডিং দেখে মনে হচ্ছিল কোন নভেল প্রাইজ বা ভারতরত্ন বা অন্য কিছু কিনা । মনোযোগ দিয়ে পড়লাম আলোচক হিসেবে নাস্তিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়া আর তেমন কারো নাম ইতিপুর্বে শুনিনাই।

যাইহোক পুর্বাকাশে সোনালী রংয়ের আভা দৃষ্টিগোচর হচ্ছে যেই কোন সময় ফজরের আজান দিলে সুর্য্য উদিত হবে। সুতারাং আমার আরো কিছুক্ষন অপেক্ষা করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সকাল দেখার সুযোগ দিক।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311666
২৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২১
311667
২৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
311675
২৯ মার্চ ২০১৫ রাত ০৮:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : 'নাস্তিক বিশ্ববিদ্যালয়' এর মানে কি?????? আরেফিন সিদ্দীকি কে যা তা বলেন, উক্ত প্রতিষ্ঠান কে নাস্তিক বলার কি মানে?????? হাজার হাজার ধর্মপ্রাণ ছাত্র শিক্ষক সেখানে পড়েন পড়ান, তাহলে কি করে তা তা নাস্তিক বিশ্ববিদ্যালয় হয়?? সমালোচনা করুন, তবে চেষ্টা করবেন তা যেনো অবশ্যই গঠনমূলক হয়য়।

সতেন সেন (২৮ মার্চ, ১৯০৭-৫ জানুয়ারি, ১৯৮১), প্রগতি লেখক ও শিল্পী সংঘ, উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা [১], ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক, শ্রমিক সংগঠক।
সূত্রঃ উইকিপিডিয়া
311773
৩০ মার্চ ২০১৫ সকাল ১০:৩৭
সুমন আখন্দ লিখেছেন : শুভ সকাল! ভালো আছেন আপনি?
৩০ মার্চ ২০১৫ সকাল ১০:৪৬
252837
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাল ভাই
আপনি কেমন আছেন ?
312657
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া ভাল লেগেছে কথাগুলো। হাস্য-রসাত্নক লেখা
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
253878
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Good Luck
312874
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File