দুনিয়া আখের ভাইজান -সত্যেন সেন সম্মাননা পেলেন মুরগি কবির ওরফে শাহরিয়ার কবির।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ মার্চ, ২০১৫, ০৫:৩৫:৩১ বিকাল
আজকে দেশের বিশিষ্ট জনগন নন্দিত ১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহীনিকে মুরগি সাপ্লাইকারী জনাব মুরগি কবির ওরফে শাহরিয়ার কবিরকে সত্যেন সেন সম্মাননা দিলেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।
জানিনা ভাই মাফ করবেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী কারা বা সত্যেন সেন কে ? যদি কোন ভাইর জানা থাকে তবে দয়াকরে জানাইবেন।
ভোরের কাগজ পত্রিকা যেই ভাবে এই খবরটা প্রচার করলেন হেডিং দেখে মনে হচ্ছিল কোন নভেল প্রাইজ বা ভারতরত্ন বা অন্য কিছু কিনা । মনোযোগ দিয়ে পড়লাম আলোচক হিসেবে নাস্তিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ছাড়া আর তেমন কারো নাম ইতিপুর্বে শুনিনাই।
যাইহোক পুর্বাকাশে সোনালী রংয়ের আভা দৃষ্টিগোচর হচ্ছে যেই কোন সময় ফজরের আজান দিলে সুর্য্য উদিত হবে। সুতারাং আমার আরো কিছুক্ষন অপেক্ষা করলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সকাল দেখার সুযোগ দিক।
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সতেন সেন (২৮ মার্চ, ১৯০৭-৫ জানুয়ারি, ১৯৮১), প্রগতি লেখক ও শিল্পী সংঘ, উদীচী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা [১], ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক, শ্রমিক সংগঠক।
সূত্রঃ উইকিপিডিয়া
আপনি কেমন আছেন ?
মন্তব্য করতে লগইন করুন