সাধের নৌকা
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৭:৪৬ সকাল
জীবনটি যেন এক কচু পাতার উপর পানির মতো। যে কোন সময় ঠুসসসসস। আচ্ছা ঠুসসসসস হওয়ে যাবার আগে আপনি কি প্রস্তুতি নিয়েছেন!!
আপনি কি নিচের এই আয়াতে অংশ হতে পেরেছেন!!!
أُولَـئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَـئِكَ هُمُ الْمُهْتَدُونَ
তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত।
এই মানুষ কারা?
এই আয়াতের মানুষগুলো তারাই যারা_____>
__> যারা সদা সর্বদা আল্লাহকে স্বরণ করে
__> ধৈয্য ধারণ করে
__> নামাজের মাধ্যমে সাহায্য চায়
__> কঠর ধৈয্যশীল
__> যারা আল্লাহর রাস্তায় নিহত হয়
__> ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি সময় ধৈয্য ধারণ করে
__> ফল-ফসল বিনষ্টের হতাশ হয় না
__> এবং যে কোন বিপদে পতিত হলে বলে "إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ" "ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন"
এগুলো আল্লাহর অংগীকার, নিশ্চই আল্লাহ অংগীকার ভঙ্গ করেন না
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে আলোচ্য গুণাবলি ধারণ করার তৌফিক দান করুন ।
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে লিখাটির সুন্দর উপস্থাপনার জন্য।
তারপরেও আমরা এ সম্পর্কে উদাসীন। হাসি-ঠাট্টা, রং-তামাশায় মেতে থাকি সর্বক্ষণ।
আল্লাহ যেন অঅমাকে ক্ষমা করেন এবং সর্বদা তার নিয়ামতের ভেতর রাখেন !!আমিন !
আল্লাহ আমাদের হেদায়াত প্রাপ্তদের সাথে রাখুন । আমীন ।
ছোট ভাইয়া ছোট হলেও অনেক সুন্দর আর ভাল পোষ্ট ।
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
ছোট ভাইয়ার জন্য আরোও দুআ চাই
মন্তব্য করতে লগইন করুন