ওফফ, হাত নাড়াতে পারছিনা কেনো
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:০৪:৫৯ সকাল
"ভাবছি, কেনো আমার স্বজনেরা এখানে আমায় একা ফেলে
চলে গেছে বহু দূর! তারা কি আমার প্রতি ক্ষুব্ধ?
একাকী নির্জন আর অপ্রশস্ত এই মাটির ঘরে,
আমি শুয়ে আছি জড়াগ্রস্থভাবে, কেমন যেন নিষ্প্রাণ!
চারপাশে কাদের পদধ্বনি, অচেনা অস্পষ্ট ফিসফিসানিতে
কথা বলছে কারা? আমাকে ঘিরে এ কী রসিকতা শুরু হল!
একটু আগেই তো আমি জেগে ছিলাম, আমার পাশে
আমার বন্ধু, মা-বাবা; সবাই ছিল। অথচ এখন কিছুই নেই।
সবকিছু কেমন অপরিচিত ঠেকছে!
গায়ের সাথে লেগে থাকা এই ঘনিষ্ট নরম মাটিও
কেমন যেন অ-বন্ধুর মত আচরণ করছে! হঠাৎ করেই
এর কোমল স্পর্শ এক অবিশ্বাস্য রূঢ় কর্তৃত্বের রূপ নিয়েছে।
যেন অস্ফুট ভয়ানক স্বরে বলছে, "আজ তোমার বিচার হবে।
এই অন্ধকার ছোট্ট অধিবাসে, তুমি আজ স্বাগত নও।
প্রতিটি ন্যায়-অন্যায়ের হিসাব চুকিয়ে, উত্থাপিত সকল অভিযোগের
পুঙ্খানুপুঙ্খ ব্যখ্যা দিয়ে, তবেই মিলবে নিস্তার!"
এ আমি কোথায় এলাম! এখানে ভয় শঙ্কা আর চোখের জলের প্রতি
ন্যূনতম সহানুভূতিও নেই কারো। এই উঁচুনিচু ভীতিপ্রদ মাটির ডেরা-
যেন সমবেদনা নয়, সত্য প্রতিষ্ঠার মঞ্চ!
আমি কি স্বপ্ন দেখছি? একটু চিমটি কেটে নিই তো!
ওফফ, হাত নাড়াতে পারছিনা কেনো? এই সাদা কাপড়ের
তিন প্রস্থ কুণ্ডলীতে কারা আমায় নিষ্ঠুরের মত বেঁধে রেখেছে?
আমার স্বজনেরা? তবে কি আমি...? না...
আরে, কে বলছে, "আসসালামু আলাইকুম ইয়া আহালাল কুবূর"!"
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ন্যূনতম সহানুভূতিও নেই কারো। এই উঁচুনিচু ভীতিপ্রদ মাটির ডেরা-
যেন সমবেদনা নয়, সত্য প্রতিষ্ঠার মঞ্চ!
ভাবতেই সারা শরীর শিহরিত হয়ে উঠছে। আল্লাহ সে দিন আমাদের জন্য সব সহজ করে দিন আমিন। দারুন বর্ণনা ভঙ্গি, অসাধারণ কবিতা। শুভ কামনা থাকলো
ও আল্লাহ! সেদিনের সে অসহায় বন্ধুহীন পরিবেশে, তুমিই আমাদের পাশে থেকো। আমিন।
জাযাকাল্লাহ খাইর...
সত্যি, মনে কিছুটা আশার আলো যেন দেখতে পেয়েছি আপনার কথায়। আসলেই তো, যে নিয়তি আমাদেরকে বরণ করতেই হবে, তাকে ভয় না পেয়ে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া ভাল। এতে আত্মার প্রশান্তি হয়। আল্লাহু ইউসাল্লিমাক ইয়া আখীল কারীম।
মন্তব্য করতে লগইন করুন