আমার আল্লাহ্ কাছে...জান্নাতে... একটা ঘর !
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:০১ সকাল
বিবি আছিয়া(রঃ) আল্লাহ্ রব্বুল আ’লামিনের কাছে একটা দুয়া করতেন,
“রব্বিব নি-লি ইংদাকা বাইতাং ফীল জান্নাহ্!” ...দুয়াটার অর্থ টা অনেক টা এরকম,
“হে আমার রব, আমার জন্যে আপনার নিকটে, জান্নাতে একটা ঘর বানিয়ে দিন!”
[ সূরা তাহ্রীমঃ ১১ ]
সুবহান আল্লাহ্! দুয়াটার অর্থ টা খালি বাংলাতে শুনেই অনেক টাচ্ করে যায়! সেদিন এই আয়াত টার ব্যখ্যা শুনতে শুনতে শিহরিত হয়ে যাচ্ছিলাম।
• প্রথমেই বিবি আছিয়ার দুয়া করার সময় আল্লাহকে সম্বোধনটা তিনি করেছেন, “রব্বি”,
অর্থঃ “হে আমার রব!” আমার রব!
এই উদাহরণ টাই ধরেন, “আম্মু এটা করেছে” আর “আমার আম্মু এটা করেছে!”
দ্বিতীয়টাতে সম্পর্কের প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা টা বেশি করে প্রকাশ পায়... আমরা বলি না মাঝে মাঝে, “দেখতে হবে না কার ভাই?...... আমার ভাই!! ” ... “আমার বন্ধু বলে কথা!” ...“আমার আব্বু” ... “আমার আল্লাহ্!”
...সুবহান আল্লাহ্! এই একটা ‘আমার আল্লাহ’ বিবি আছিয়া(রাঃ) এর আল্লাহ্ সাথে মিষ্টি সম্পর্কের প্রগাড়তার সাক্ষী! তার যে আল্লাহর সাথে একটা শক্ত বন্ড ছিল তার প্রমাণ।
আমরা কতজন এভাবে বলতে পারি, “আমার আল্লাহ্ আমার জন্য পথ খুলে দিবেন... আমার আল্লাহ্র কাছে আমি খুব করে চেয়েছি...”
• পরের অংশে বিবি আছিয়া(রাঃ) আল্লাহ্র কাছে একটা ঘর চান, তবে যেন-তেন ঘর না, ঘর হতে হবে আল্লাহর নিকটে, জান্নাতে। দারুণ ব্যপার টা হল বিবি আছিয়া(রঃ) বলার সময় আগে উল্লেখ করেন “ইংদাকা” মানে, “আপনার নিকটে”। তারপরে গিয়ে বলেন “আমার জন্যে জান্নাতে ঘর বানিয়ে দেন”। মানে, জান্নাতের চেয়েও আল্লাহ্র নৈকট্য আগে দরকার!! তিনি জান্নাতের সেই ঘরটাই চান যেটা তার আল্লাহ্র কাছে হবে! এটাই তার পূর্ব-শর্ত!! সুবহান আল্লাহ্! এটা যে কত বড় একটা লেসন! আমরা অনেকেই মনে করি যে, দিন শেষে সবকিছু যেন শুধু জান্নাত আর জাহান্নামের ফায়সালাতে গিয়ে থেমে যায়!
ভালো কাজ করি আর নিয়ম-নীতি মানি কারণ যেন জান্নাতে যেতে পারি, খারাপ কাজ করি না যেন জাহান্নামের আগুনে না পুড়ি—কিন্তু, আসলেই কি এত সিম্পল?
জান্নাতে যাবার আগে আমি কি চাইবো না জান্নাতের মালিক আমার উপর খুশি থাকুক? জাহান্নাম থেকে বাঁচার আগে আমি কি চাইবো না জাহান্নামের মালিক যিনি আমাকে দুনিয়ার জীবনটাই দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, খেয়াল রাখছেন প্রতিটা ক্ষণ- তাঁর প্রতি কৃতজ্ঞ থাকি??
ইসলামের সাথে আমাদের কেমন যেন একটা ট্রেডিশনাল রিলেশানশিপ! আল্লাহ্ সুবহানুতা’আলার সাথে পার্সোনাল হতে কেন জানি আমাদের বাঁধে, এজন্যেই হয়তো এত অবাধ্যতা! আমরা মন খুলে বিবি আছিয়া(রঃ) এর মতন ভাবতে পারি না যে, আল্লাহ্ হচ্ছেন “আমার আল্লাহ্!”!!
আমার আল্লাহ্ আমাকে কত যে ভালোবাসেন, আর আমি আমার আল্লাহ্কে কিভাবে দিনের পর দিন ভুলে থাকি!!!
• যাহোক, ফিরে যাই আবার দুয়ার অংশে। আচ্ছা বিবি আছিয়া(রঃ) কে ছিলেন? ফিরআউনের স্ত্রী! ফিরআউন, যে কি না মিশরের বাদ্শাহ্র উপর বাদশাহ্! তাকে আল্লাহ্ সুবহানুতা’আলা এমনি প্রতিপত্তি, ক্ষমতা দেন যে তিনি নিজেকে রব দাবি করে বসে, নাউযুবিল্লাহ্! এমন ক্ষমতা, সম্পদ যার, তার ঘর টা কেমন হতে পারে? হীরা, মুক্তা, সোনার চোখ ঝলসানো ছবির মতন কোন প্রাসাদ হবে নিশ্চয়ই! আর সেই প্রাসাদে বসে বিবি আছিয়া(রঃ) তার আল্লাহ্র কাছে কি চেয়ে যাচ্ছেন ?? একটা ঘর !! সুবহানআল্লাহ্!! সেই সময়ের রাজাধিরাজ রাজার আলিশান প্রাসাদের মধ্যে থেকেও সেদিকে তার ভ্রুক্ষেপ টাও নেই। তিনি শুধু চান একটা ঘর, যেটা আল্লাহ্র কাছে হবে, জান্নাতে !!!! সুবহান আল্লাহ্!! দুনিয়ার ভোগ-বিলাসের প্রতি তার কোন খেয়াল নেই! কারণ, বিশ্বাসী নারী জানে, এই দুনিয়া মাছির পাখার চেয়েও তুচ্ছ! নতুন মডেলের ড্রেস আসলেই হই হই করে আমাকে সেটা কিনে ঘর ভরতে হবে না! কারণ এটা আমার আসল ঘর-ই না!! যতক্ষণ আমি আমার জান্নাতের ঘর বিল্ড করার জন্যে দুনিয়ায় কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ্ আর কিছু চাই না !!
এই হচ্ছে বিবি আছিয়া(রঃ) এর দুয়া- “রব্বিব নিলী ইংদাকা বাইতাং ফিল জান্নাহ্” -- পাঁচ/ছয় শব্দের একটা আবদারের মাঝে বিশ্বাসীদের জন্যে কত রত্ন লুকানো! একমাত্র আল্লাহ্র কিতাবেই এটা সম্ভব!
এখনো কি সময় হয়নি বিশ্বাসী মুসলিমদের আল্লাহ্র কাছে ফিরে আসার? “আমাদের আল্লাহ্র” কাছে ?
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর! ফীয়ামানিল্লাহ!
চমৎকার পোস্টটির জন্য জাযাকিল্লাহু খাইরান।
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর! ফীয়ামানিল্লাহ!
“হে আমার রব, আপনার জান্নাতে ছোট্ট একটা ঘর পাওয়ার উপযোগী করে আমাদের নিজেদের তৈরী করার তৌফিক দিন ! আমীন ।
আসসালামুয়ালাইকুম আপুনি, আশা করি ভালো রেখেছেন আমাদের আল্লাহ্ তা'আলা তোমাকে এবং তোমার পরিবারকে
অনেক ধন্যবাদ তোমাকে! ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর! ফীয়ামানিল্লাহ!
ধন্যবাদ
Why I did not ponder earlier?!
আমারতো দোআগ্রুপের কথা মনে পড়ে গেলো রে
শুকরিয়া!
আহ্! নির্মল আনন্দ।। আল্লাহ্ তা'আলা আবার ফিরিয়ে আনুক
জাঝাকাল্লাহ খইর ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে । ফীআমানিল্লাহ্
আমিন।
আল্লাহ্ তা'আলা আপনাকেও উত্তম প্রতিদান দিক উভয় জীবনে বোন দুয়া রাখি!
শুভ-কামনা ও শুকরিয়া সময় নিয়ে এ অধমের লিখা পড়ার জন্যে! ভালো থাকবেন, ফী-আমানিল্লাহ্,
জাঝাকাল্লাহু খইর! অনেক ধন্যবার সময় এবং ধৈর্য্য নিয়ে লিখাটি পড়ার জন্যে!
জাঝাকাল্লাহু খইর!
মন্তব্য করতে লগইন করুন