ব্রেকিং নিউজ- এবার সিডনির ক্যাফেতে "লাইলাহা ইল্লাললাহু মোহাম্মাদুর রাসুল উল্লাহ" ..........
লিখেছেন লিখেছেন মুক্তিযুদ্ধের কন্যা ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:২৯:১০ সকাল

এই মাত্র পাওয়া খবর- অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্রে একটি ক্যাফেতে অস্ত্রের মুখে প্রায় ৪০ জন কে জিম্মি করেছে ইসলামী বন্দুকধারীরা।
অস্ট্রেলিয়ার টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, মার্টিন প্লেসে লিন্ড চকলেট ক্যাফের ভেতরে জানালার সামনে হাত তুলে দাঁড়িয়ে আছেন অন্তত তিনজন। তাদের একটি কালো পতাকা ধরে রাখতে বাধ্য করা হয়েছে, যার ওপরে সাদা হরফে আরবি লেখা "লাইলাহা ইল্লাললাহু মোহাম্মদুর রাসুল উল্লাহ"
স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ১০টার দিকে লোকজন যখন মার্টিন প্লেসে তাদের কাজের জায়গায় আসছে তখনই লিন্ড ক্যাফেতে জিম্মি সঙ্কটের খবর আসে। সঙ্গে সঙ্গে কয়েকশ অস্ত্রধারী পুলিশ সিডনি শহরের ব্যস্ত ওই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে।
বিস্তারিত এখানে- Click this link
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জিম্মী আটকাইয়া পুরো দুনিয়ার ক্যামরা ওয়ালাদের মদের দোকানের সামনে দাড় করাইল। তারপর আস্তে কইরা পেন্টের পকেট থেইকা কলেমা লেখা পতাকা বাহির করিল।
এই পতাকায় কি লেখা আছে সেইটা যাতে দূর থেইকা দেখা যায় হেই জন্য নাইট ভিষণ কালিও ব্যবহার করিল। কি সুদক্ষ কারিগরি!
আমনে কাপড় চোপড় খুইলা, পাছায় চোতরা পাতার গুড়া লাগাইয়া, ডালিউডের বস্তা মারকা অচলা নারীর মত নাচিতে থাকেন, আমি গেলাম।
মন্তব্য করতে লগইন করুন