আস্তিক ও নাস্তিকের বিতর্ক
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২২ নভেম্বর, ২০১৪, ০৩:৩৯:৩৮ দুপুর
একদা এক নাস্তিকের সাথে এক আস্তিকের বিতর্ক হয়।
নাস্তিক বললো: আপনি তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী।
এর অর্থ কী? আপনি কি তাঁকে দেখেছেন?
আস্তিক বললো: না।
নাস্তিক বললো: আপনি কি তাকে শুঁকে দেখেছেন কিংবা ছুঁয়েছেন?
আস্তিক বললো: না।
নাস্তিক বললো: তাহলে আপনি কিভাবে আল্লাহকে বিশ্বাস করছেন?
তখন আস্তিক বললো: আপনি তো বুদ্ধিমান? তার অর্থ কী? আপনি কি বুদ্ধিকে দেখেছেন?
নাস্তিক বললো: না।
আস্তিক বললো: আপনি কি বুদ্ধিকে কথা বলতে শুনেছেন?
নাস্তিক বললো: না।
আস্তিক বললো: আপনি কি তাকে শুঁকে দেখেছেন কিংবা ছুঁয়েছেন?
নাস্তিক বললো: না।
তখন আস্তিক বললো, তাহলে আপনি কিভাবে বুদ্ধিকে বিশ্বাস করছেন?
নাস্তিকের নিচের কাপড় ভিজে গেল, উত্তর দিতে না পেরে
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেষে, বিয়ের পরে না কাপড় ভিজে যায়
'নাস্তিকতা' যুক্তিহীন একরোখা একটি মত-পথ!
বৈষয়িক স্বার্থের পিছে পড়েই মানুষ এই পথে পা বাড়ায়!যদিও স্বীয় স্বার্থপরতা আড়াল করতে মুখরোচক কিছু সুন্দর শব্দের আশ্রয় গ্রহন করে!!
আপনাকে অননেনেনেেনেক ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন