কুকুরে কুকুরে কামড়া কামড়ি মাইন্ড খাওয়ার কিছু নাই

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২২ নভেম্বর, ২০১৪, ০৩:৩৪:৫৩ দুপুর

বহু বার তারা আলোচনায়-সমালোচনায় এসেছে কিন্তু ভাল কাজের জন্য নয়।সব বারই তারা আলোচনায় এসেছে খারাপ কাজ করে।ইতি মধ্যে হয়তো বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলছি,হ্যা আমি বাংলাদেশ আওয়ামিলীগ ( আমলীগ বানান ঠিক হইছে তো? বানান ভুলের দায়ে আমার আবার ফাঁসি হইবার পারে।)এর অংগ সংগঠন ছাত্রলীগের কথায় বলছি।কিছু দিন আগে আওয়ামিলীগের এক নেতা দুঃখ করে বলেছেন,সাংবাদিকরা নাকি ছাত্রলীগের ভাল কিছু দেখতে পায়না।তারা ভাল যে কাজ করে সেটা খবরে আসে না।শুধু খারাপটাই খবরে আসে।আরে ভাই ভাল কিছু করলে তো খবরে আসবে।ছাত্রলীগের কাজ কি তা এদেশের জনগনের খুব ভাল করেই জানা আছে।ছাত্রলীগের ভাল কাজ গুলি তো বিজ্ঞাপন হিসেবে পত্রিকায় দিতে পারেন।তাহলে দেশের মানুষ তাদের ভাল কিছু জানতে পারতো।

ছাত্রলীগ এবার নিজেরা নিজেরাই কুকুর কামড়া কামড়ি করছে।গতকালের খবরের কাগজে সিলেটে নিজেদের কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করেছে ছাত্রলীগ,খবরটা পড়ে একটুও অবাক হয়নি।এটাই তো হবে।সরকারী ছত্র ছায়াই এরা কতটা উদ্ধত হয়ে পড়েছে তা কল্পনার বাইরে।সময় এখনও আছে প্রধান মন্ত্রী যদি নিজে ছাত্রলীগের ব্যাপারে হস্তক্ষেপ না করেন তাহলে কুকুর কামড়া কামড়ি করে তাদের নিশ্চিন্ন হতে সময় লাগবে না।

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286829
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
ফেরারী মন লিখেছেন : এসব খবর আর ভাল্লাগে না। It Wasn't Me! It Wasn't Me!
286864
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
নূর আল আমিন লিখেছেন : এইগুলা তো বঙ্গবন্ধুর প্রতিদিনের খোয়াব
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
230328
মোস্তফা সোহলে লিখেছেন : শুধু খোয়াব না ডিজিটাল খোয়াব
286921
২২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
আফরা লিখেছেন : ফেরারী মন লিখেছেন : এসব খবর আর ভাল্লাগে না। আমার ও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File