আজ মনটা বিষণ খারাপ....!!! [ছবি ব্লগ]
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২২ জুলাই, ২০১৬, ১২:৪৩:৩৩ দুপুর
কারনে অকারনে মন খারাপের স্মৃতি আছে এই জীবনে অনেক।
আমরা মানুষ,
সুখ এবং দুঃখ নিয়েই আমাদের পূর্ণ জীবন।
আজকে আমার মন টি বিষণ খারাপ,এতই খারাপ যে,কষ্ট গুলো নিয়ে বিস্তারিত শেয়ার করার মন মানষিকতা একদম নেই।
তাই নিজের কষ্টের অনুভূতির সাথে মিলে যায়,ইন্টারনেটে ছড়িয়ে থাকা এমন কিছু ছবি নিয়েই আজকের এই ছবি ব্লগের আয়োজন
জানিনা আমার আজকের পাগলামি টা আপনার কেমন লেগেছে, যদি তা আপনার জন্য অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে থাকে,আমি আন্তরিক ভাবে দুঃখিত!
সত্যিই মনটা বিষণ খারাপ,সকলের কাছে দোয়া প্রার্থী।
একজন রিলেটেডের কাছ থেকে নিজেকে দূরে সরে থাকতে হচ্ছে,তার ভালোর জন্য।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে নিজেকে অনিয়ন্ত্রিত মনে হচ্ছে,তাই এই নাজুক অবস্থা।
তবে রেলেশেন টা কোনো প্রেম বা এই ধরনের কিছু নয়।
শুধুই একরাশ আন্তরিকতা পূর্ণ সুদীর্ঘ সময়ের সম্পর্ক আমাদের।
বিষয়: বিবিধ
৬৩৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন