আপনার এই অসীম ত্যাগের তোহফা যেন আমাদের শিঘ্রই দান করে।

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১০ মে, ২০১৬, ১২:৪৭:০৬ দুপুর

মাওলানা, জানি আপনি অবিচল চিত্তে আপনার

পরমাত্মার সাথে মিলনের অপেক্ষায়। হয়ত আপনার

দেরি সইছেনা। কখন যে প্রিয় মাহবুবের সাথে

মিলিত হবেন সেই চিন্তায় ব্যাকুল রয়েছেন। এই

পৃথিবীতে নাফসে মুতমাইন্না নিয়ে জান্নাতের

বাগানে খুব কম সংখ্যক বান্দাই যেতে পারে। আমরা

সাক্ষী দিচ্ছি আপনি সেই প্রশান্ত আত্মার

অধিকারী।

মাওলানাগো, আপনিতো খুবই খুশি। আপনার

আপনজনের কাছে চলে যাচ্ছেন। কিন্তু আমরা যে কত

অসহায়! কত পীড়িত সেটা বুঝানোর সাধ্য আমাদের

নেই। জায়নামাজে মাওলার দরবারে দুহাত তুলে

অশ্রুই ঝরাচ্ছি আমরা। আমাদের বুক ফাটা আর্তনাদ

কেউ দেখছেনা!

হে মাওলানা দুনিয়ার জীবনে আপনার দায়িত্ব

যথাযথ ভাবেই পালন করেছেন। কিন্তু আমরা যে এত

বড় দায়িত্বের বোঝা সইব কেমন করে?

হে মাওলানা আমাদের ক্ষমা করুন।আমরা আমাদের

যা করার তা করতে পারছিনা। আমরা মাজলুম......

মাওলানাগো গভীর রজনীতে প্রভুর দরবারে

প্রার্থনা তিনি আপনাকে তার মেহমান বানিয়ে

নিক। আপনার এই অসীম ত্যাগের তোহফা যেন

আমাদের শিঘ্রই দান করে।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File