আমরা বীরের জাতি ,আমরা বাঙালি.......!!! ==================================
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৩:১৯ দুপুর
বাংলাদেশকে নিয়ে আমি গর্ভ বোধ করি ।
বাংলাদেশে জন্মেছি বলে নয়। গর্ভ বোধ করি
এই দেশ আমাকে কিছু ভিন্ন মন মানুসিকতা শিখিয়েছে
বলে । অনেক দিন আগে কোন এক বিজ্ঞের
মুখে শুনেছিলামঃপ্রত্যেকটা মানুষের ভিতর একটা
করে পশুত্ব লুকিয়ে থাকে। কথাটা প্রথমে যখন
শুনেছিলাম আমার গিলতে খুব কষ্ট হয়েছিলো।
তবে আজ ওই কোথাগুলোর সত্যতা খুজে
পেয়েছি।
ধন্যবাদ বাংলাদেশ।ধন্যবাদ বাঙালি।
হুমায়ুন আহমেদ এর নিম ফুল নাটকে মুনা ডাকাতকে
যখন জনগন নির্মম ভাবে পেটাচ্ছিল তখন মুনা ডাকাত
তার ছেলেকে বলছিল, বাজান মানুষ মারার মধ্যে
একটা আনন্দ আছে। দেখ পিচাশেরা কি রকম করে
হাসতেছে।মানুষের রক্ত দেখতে আরও আনন্দ।
আসলেই আজ আমার তাই মনে হয় । আমাদের
বাঙ্গালিরা আজ রক্ত দেখার জন্য পাগল হয়ে আছে।
মানুষকে খুচিয়ে খুচিয়ে মেরে সেই লাশের
উপর বাঙ্গালিরা নাচতে না পারলে বাঙ্গালিত্ত টিকে না।
আসলেই আমরা বীরের জাতি।রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পেট্রোল দিয়ে
জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছি। ছোট
শিশুকে পানি না দিয়ে পাইপ দিয়ে মেরেছি।আরও
কত খুনের রেকর্ড যে আছে আমার বাংলায়!
নিরাপত্তা বাহিনীকে যেমন পাবলিক অন দ্যা
রোডে পিটিয়েছে তেমনি পুলিশের সামনে একটা
জলজ্যান্ত মানুষকে নির্মম ভাবে পিটিয়ে খুন করার
রেকর্ডও কম নয় আমার দেশে।
মানুস কতটুকু শিক্ষিত হলে বিবেগ মুনুসত্ত অর্জন
করতে শেখে আমার জানা নেই। বর্তমানে আমরা
লেখাপড়া করে আসলেই কি শিক্ষিত হচ্ছি ??এত
শিক্ষার সার্টিফিকেট গলায় ঝুলিয়েও আমরা আমাদের
বাচন ভঙ্গি ঠিক করতে পারিনি।রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে নিষিদ্ধ পল্লীর নর্তকীর প্রতিটি কথার
পিছনে থাকে অশ্লীলতার ইংগিত!
এ কেমন শিক্ষা???
আমাদের বিবেগ যে আজ শূন্যর কোঠায় তা এখন
প্রমানিত। যার দু পা নেই যে দুহাতে কাঠের
টুকরোর উপর ভর করে চলে। আমাদের
দেশের পুলিশ তাকেও হাত কড়া পড়িয়ে
ছেড়েছে।
শুধু কি তাই?
হাসপাতালে চিকিৎসারত এক আসামিকে ডাণ্ডা বেড়ী
পরিয়ে বেডে চিকিৎসা করাতে বাধ্য করেছে।
বেচারা মারা যাবার চার ঘণ্টা যাবত তার ডাণ্ডা বেড়ী খুলা
হয়নি। হায়রে আমার বাংলাদেশ!!!
না,বর্বরতা থেমে নেই এই পর্যন্ত!
আমাদের দেশের এক চরম ক্রিকেট পেসার
শাহাদত ।সম্প্রতি তিনিও শিশু নির্যাতনের আসামি। এরা কি
মানুষ ? এরাই কি আমাদের দেশের গর্ব???
এখানেই শেষ নয়,
আজ একটা ভিডিও তে দেখলাম পুলিশের সামনে
বিচার ছাড়ায় ডাকাত সন্ধেহেএক যুবককে পিটিয়ে
মেরে ফেলা হল ।পুলিশ দাড়িয়ে দাড়িয়ে উপভোগ
করল সে অমানবিক দৃশ্য। রক্তে রক্তে সয়লাব
চারিপাশ। আহা !! কি নির্মম!
কূকৃর্তি আছে আরও!
মায়ের জঠরে শিশুকে আজ আমার বাংলায় নিরাপত্তা
দিতে আমরা বার্থ। তার কচি বুকে আর হাতে বুলেট
পুরে দিতে আমাদের বুক একটুও কাপেনি ।
রশুনের খোসার ন্যায় চামড়ায় বসিয়েছি ২২ টি বাথাময়
সেলায়।
ও ভুলে গিয়েছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদ্য এক সাফল্যের কথা!
পিতা পলাতক তাই দুই
বছরের শিশুকে ১৮ ঘণ্টা থানা হাজতে রাখা হয়েছে।
বাহ,কি পারফেক্ট এই বীর জাতি!
এ লজ্জা কোথায় রাখি!! আর কিছু লেখার নাই।মিথ্যা
সান্তনা শুধু একটায়,
আমরা বীরের জাতি ,আমরা বাঙালি......
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন