আজ ১৫ আগষ্ট; ইসলামী শিক্ষা দিবস!!! ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৫ আগস্ট, ২০১৫, ০১:১৮:৫৩ রাত
"কোনো জাতিকে ধ্বংস করে দিতে হলে,প্রথমে সেই জাতির শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করে দেও"
না,এটা নিছক কোনো কথা নয়,এটা হচ্ছে বিশ্ব যুদ্ধের এক কূট-কৌশল!
পৃথিবীর প্রতিটি জাতিকে জগতের উচ্চ শিহরণে পৌছাতে যেই উপাদান টি কাজ করে,তা হচ্ছে সেই জাতির শিক্ষা ব্যবস্থা!
আর সেই শিক্ষা যদি হয় আদর্শ এবং নৈতিক সৃজনশীলতায় সমৃদ্ধ,তবে সেই জাতিই পারবে জগৎ শ্রেষ্ঠ উন্নয়ন কিংবা শান্তির সবচেয়ে বড় দাবিদার হতে!
আর সেই শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে পবিত্র ধর্ম গ্রন্থ গুলোতে বিশেষ ভাবে তাগিদ দেওয়া হয়েছে!
ইসলাম সেই শিক্ষা ব্যবস্থাপনার কথাই বলে,যেই শিক্ষা মানুষকে দুনিয়ার পাশাপাশি মুক্তি দিবে আখিরাতও!
এটাই হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল প্রতিপাদ্য!
পাকিস্তান
আমলে সর্বশেষ শিক্ষা কমিশন গঠন করা হয়
১৯৬৯ সালে, এতে শিক্ষা
ব্যবস্থার আদর্শিক ভিত্তি কি হবে?
তা নিয়ে জনমত জরিপের আয়োজন করা হয়।এর অংশ
হিসেবে সরকারের পক্ষ থেকে ১৯৬৯ সালের ১২ আগষ্ট টি.এস.সি. তে আয়োজন করা হয়
১টি আলোচনা সভার।
এই আলোচনা সভায় বামপন্থীদের বিরোধীতামুলক বক্তব্যের
মধ্যে শহীদ আব্দুল মালেক মাত্র ৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান! অসাধারন মেধাবী শহীদ আব্দুল মালেকের সেই ৫ মিনিটের যৌক্তিক বক্তব্যে সভার মোটিভ
পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়!!
উপস্থিত শ্রোতারা আব্দুল মালেকের বক্তব্যের সাথে
ঐক্যমত্য পোষণ করে। আব্দুল মালেকের ত্বত্ত্ব ও যুক্তিপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য ক্ষিপ্ত করে দেয় ইতোপূর্বে বক্তব্য রাখা ইসলাম
বিরোধী বক্তাদের।
এই ঘটনার প্রেক্ষিতে যুক্তি ও বাস্তবতার লড়াইয়ে
পরাজিত বাম ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তোফায়েল, রাশেদ খান মেনন গংদের নেতৃত্বে আক্রমন চালায় ছাত্রদের
ওপর!
এমন অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনে
সকল সংগীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালেক
সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে
যাবার পথে লোহার রড-হকিষ্টিক নিয়ে তার
ওপর ঝাপিয়ে পড়ে পিশাচ বাহিনী
ধর্মনিরপেক্ষ ও বাম সন্ত্রাসীরা!! রক্তাক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম সেরা ছাত্র আব্দুল মালেক!
তিনদিন পর ১৫ আগষ্টে
শাহাদাত বরন করেন ইসলামী শিক্ষা ব্যাবস্থার উগ্রদূত "শহীদ আব্দুর মালেক"!
ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়ে প্রথম শহীদ হন "শহীদ আব্দুল মালেক"!
ইসলামী শিক্ষা ব্যাবস্থা প্রতিষ্ঠিত করতে ত্যাগ ও কুরবানীর
উজ্জ্বল ও অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, "শহীদ আব্দুল মালেক"!
ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর মনে চিরদিন
ভাস্বর হয়ে থাকবেন তিনি প্রেরনার এক সুউজ্জ্বল বাতিঘর হয়ে!
http://WWW.facebook.com/maksud222
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন