ওবামাকে বিয়ের প্রস্তাব!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০২ জুলাই, ২০১৫, ০৩:৫৭:৪২ দুপুর
নিশ্চয়ই হেডলাইন দেখে ভাবছেন মাকছুদ গাঞ্জা খাইছে!
না দাদা,আমি রোজা সব গুলো রাখছি, এবং আজকেও আছি,সুতরাং কোনো গাঞ্জা খাইনি!
হেডলাইন যেটা দেখছেন,ওটাই সত্যি!
সম্প্রতি
মার্কিন প্রেসিডেন্ট মিঃ ওবামাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এক ব্যাক্তি!
ভাবতেছেন নিশ্চয়ই কোনো মেয়ে, কিন্তু না!
কোনো মেয়ে না,বরং একজন পুরুষ!
ইনি আর কেউ না,উনি হচ্ছেন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে!
সম্প্রতি মার্কিন
যুক্তরাষ্ট্রে সমাকামী বিয়ের বৈধতা দেয়ায়
তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তিনি
বলেছেন, কোন যুক্তিতে সমকাম ও
সমকামী বিয়ে বৈধ হয় আমার মাথায় ধরছে না।
আর যদি এটা বৈধই হয় তবে আমি সর্ব প্রথম
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক
ওবামাকে বিয়ে করতে চাই।
এবার দাদা,আমাকে একটু কষ্ট করে বলুন তো,আমি হাসবো? না কাঁদবো???
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন