একজন আব্দুর রাজ্জাক এবং ১৬ কোটি বিবেক!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৩ জুন, ২০১৫, ০১:১০:১০ দুপুর
গত ছয়দিন পুর্বে আমাদের সিমান্ত রক্ষি বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা এবং আরেক জনকে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার!
বিষয়টি নিয়ে এখন পর্যাপ্ত আমাদেরই আচরণ বন্ধুত্বপূর্ণ হলেও এর প্রতিউত্তরে ভালো কোনো রেসপন্স করছেনা মায়ানমার কর্তৃপক্ষ!
যখন একজনকে হত্যা করে আব্দুর রাজ্জাক কে নিয়ে যাওয়া হলো, তখন বাকিরা কেনো তার পাল্টা জবাব না দিয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে চলে আসলো?!!!
তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় আমাদের রাষ্ট্রীয় মাতাব্বরেরা এব্যাপারে এখন পর্যন্ত চুপ!!
.
যেই বিজিবি'র সদস্যরা রাষ্ট্রের বিতরে ঢুকে একপক্ষের ক্ষমতা কুক্ষিগত করার জন্য গুলি চালায় আপন ভাইয়ের বুকে, সেই বিজিবি কেনো আজ নিজেদের রক্ষা করতে গিয়ে ব্যার্থ???
.
বিরোধী দলের সাথে সংঘর্ষ অবস্থায় আহত পুলিশ সদস্যদের জন্য যে মায়াকান্না শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, কোথায় গেলো তার সেই মায়াময় বেদনার সুর?
বেচারা আব্দুর রাজ্জাকের জন্য একফোটা গ্লিসারিন মিশ্রিত চোখের পানিও জুটলো না!
.
একটা অনুসন্ধানে দেখলাম, মায়ানমার এমন কোনো সেক্টর নাই,যেই সেক্টরে মায়ানমার আমাদের থেকেও উন্নত, শুধুমাত্র বেয়াদবি ছাড়া!
তবুও আমাদের উপর তাদের এই রক্তচোষা আচরণ!
আজকের শীর্ষনিউজে দেখলাম, আব্দুর রাজ্জাকের মুক্তির ব্যাপারে তারা শর্ত জুড়ে দিয়েছে!!
তাদের এই নির্লজ্জ আচরণের আমাদের রাষ্ট্র প্রধান দের লজ্জা না করলেও আমার মতো জনসাধারণ কিন্তু লজ্জিত!
.
সিমান্তে বিজিবি নামক ঐ মেরুদন্ড হীন প্রানী গুলোকে অপসারণ করে স্বপ্রণোদিত তরুনদের রাষ্ট্রীয় অস্র সজ্জায় যদি তাদের সিমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব দেওয়া হয়,তাদের বজ্রহুংকারে ওপাশের নেড়ি কুত্তাগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে!
তাহলে আনাদের কেও আর বোন ফেলানির রক্তাক্ত লাশের বোঝা বহন করতে হবেনা,যদিও হয়,আমরাও তাদেরকে কিছু লাশ উপহার দিতে বদ্ধপরিকর!
যেমনটি পাকিস্তান আর ভারতের সিমান্তে মাঝেমধ্যে আদানপ্রদান হয়ে থাকে!
তাছাড়া, দাদাবাবুদের কাছে আমরা সেই কবে থেকেই ঋণী, এই আদানপ্রদানের ফলে সেই ঋন কিছুটা হলেও সোধরাতে সহায়ক হবে!
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন