টিস্যুর মতো নতুন ইস্যুঃসুদীর কুমার গৌতমকে পেঁদানি নাটক!!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৩ জুন, ২০১৫, ০৪:২৫:১৩ রাত

বিদেশী অতিথি কে লাঠি দিয়া পিটাইয়া কোলে কইরা

সিএনজি তে উঠাইয়া দিমু এমন অকৃতজ্ঞ বেয়াক্কল

জাতি আমরা নই।

সুদীর কুমার গৌতম সুস্থ এবং সহী সালামত আছে৷

বাংলাদেশীদের বিজয় উল্লাস দেখে থোড়া ভয়

পেয়েছিলো ব্যশ এইটুকুই !

প্রিন্ট মিড়িয়ার তথ্য বাদই দিলাম , ভারতে এক হাজারের

উপরে ইলেট্রিক মিড়িয়া (টেলিভিশন চ্যানেল)

আছে ।

ভারতে যত গুলো ল্যাট্রিন নেই তার চাইতে

দ্বীগুন বেশি আছে সংবাদ মিডিয়া। প্রতি মোড়ে

মোড়ে একটা অফিস ।

সেদিন দেখলাম , এক রিপোর্টার ছাগলের ঘাস খাওয়া

নিয়ে প্রতিবেদন প্রচার করতেছে ।

ওরা নিউজ খুজে পাচ্ছে না , গৌতম কে ইস্যু বানিয়ে

মার্কেট গরম করতে চায় । এইটা বুঝতে হপে ,,

করো মার্কেট গরম , নো প্রবলেম '

আমরা সবই বুঝি । ছাগল রে ঘাস খাইতেও দেখেছি

আবার ইন্ডিয়া টিম রে বাশ খাইতেও দেখেছি ।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327170
২৩ জুন ২০১৫ রাত ০৪:৫৭
সত্যের সন্ধ্যানে লিখেছেন : ভালো লাগলো পড়ে।
২৩ জুন ২০১৫ বিকাল ০৪:১৫
269447
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ!
২৩ জুন ২০১৫ বিকাল ০৪:১৫
269448
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ!
327185
২৩ জুন ২০১৫ দুপুর ১২:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আনন্দবাজারীরা এরকম অপপ্রচার সব সময়ই করে। ধন্যবাদ..
২৩ জুন ২০১৫ বিকাল ০৪:১৮
269449
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ মহাসত্য একটা মন্তব্যের জন্য!
327186
২৩ জুন ২০১৫ দুপুর ১২:৫৪
সাজেদুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
২৩ জুন ২০১৫ বিকাল ০৪:১৯
269450
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ভালো লাগলো জেনে খুশি হলাম! ধন্যবাদ!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File