মুক্তি দাও, নইলে বাংলা মা আবারো একাত্তর দেখবে!!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৩ জুন, ২০১৫, ০১:২৫:৫৭ দুপুর
এসিরুমে থেকে আর কপ্টারে
যাতায়াত করে জীবনধারণের সঙ্গা
জানা যায় না রাজকুমারী!
•
গ্লাসবন্দী হয়ে প্রতিবেশীরর খবর
নেয়া যায়না, চশমা খুলেই জনগণের অবস্থা
অবলোকন করতে হয়!
•
ভিনদেশী গেস্টহাউজে বসে
ডিজিটাল স্বপ্নে জাল বোনা যায়,
বাস্তবরূপ দেয়া নয়!
জীবিকার তাগিদে মাঠফাটা রোদে
যেসমস্ত মহিলা কৃষিকাজ হাতে বিলে
নেমেছে। তাদেরকে জিজ্ঞাস করো,
জীবনধারণ কাকে বলে!
•
দায়িত্ব কাকে বলে, সেটা জানতে
তোমার যেতেহবে সেই
মেন্টালানিস্টেবল মানুষদের কাছে,
যারা পরিবারের কর্তা হওয়ায় বিদেশের
পথে সাগরে ঝাপ দিয়েছে!
•
এসকল জনতার দারস্ত না হয়ে মঞ্চের
ফুলঝুরিতে যতই বাংলাবাসীর শান্তির
সাফাই গাওয়া হবে অসত্যের খাতায়
পাতা সংযোজন ছাড়া পরিনাম শূন্যই রয়ে
যাবে।
•
ক্লান্ত হয়েছে দেহো মিথ্যা
বেড়াজালে!
•
বলব না যোগ্যতার অভাব, বরং এটাই বলব
তুমি যোগ্যতম কর্তা। কিন্তু দূরদর্শীতা
একটু হলেও প্রজাদের উপকারার্থে ব্যবহার
করো! নইলে মুক্তিদাও আমাদের!
•
প্রথম ছিলাম পরদেশীয় গোলাম, পরে
হলাম প্রতিবেশীর গোলাম। আর এখন
হয়েছি অন্য প্রতিবেশীয় উত্তরসূরীর
গোলাম! আমরা আর বন্দীহয়ে থাকতে
পারছি না।
মুক্তি দাও, নইলে বাংলা মা
আবারো একাত্তর দেখবে!
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন