''নিবৃত্ত বিপ্লব''__________
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৮ মে, ২০১৫, ১২:০১:৩১ রাত
'বিপ্লব' যেন আজ লাশ ;
গৃহরুদ্ধ প্রতিবাদের কোলাহল।
জাতি মুক্তির পক্ষে, বিপ্লবী যেন ভীরু ;
কন্ঠরুদ্ধ সংগ্রামের আহবান।
বিপ্লবী,
'কেন এ শোষণ, বঞ্চনা, অবিচার নির্বিচারে'?
'কেন প্রতিনিয়ত লাঞ্ছিত 'স্বাধীনতা', মানবতার
দুয়ারে? '
'কেন দিনশেষে, রাতে মিশে মজুরের বিবর্ণ
সংসার?'
'কেন বিলাসী 'বাবু'র গর্বে খর্ব, পথচারী জনতার
অধিকার?'
'কেন 'শিক্ষা'র' নামে 'কু-দীক্ষা'র' প্রখরতা? '
'কেন শান্তি জনতার ভীড়ে,ক্ষমতার বর্বরতা? '
'কেন রুপসীনির যৌবন পুড়ে খদ্দেরের হাতে? '
'কেন উপোসে মরে 'বাঙালি', পরিচয় যার 'মাছে
ভাতে'?'
'কেন বালকের মাথা বোঝাই, তপ্ত ইটের ভাটা?'
'কেন পথঘাটে দরিদ্র মা'য়ের, বেদম মাটি কাটা? '
বিদ্রোহী,
'জাতির উপর দেবতার এ 'নিপীড়ন' যাত্রা আর
কতকাল?'
শঙ্কিত জাতি, চায় পরিত্রাণ -
পূণঃ উত্থান হোক কালের 'মহা স্পর্ধার',
নরক দণ্ড হোক জনসমক্ষে, যত ভণ্ড দেবতার।
মুক্তির দুর্বার দ্রোহে,
আর্তধ্বনি যত মুক্তি পাক, সাম্যের সমাদরে।
বিষয়: বিবিধ
৯০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন