উত্তর দাও মা! কেন?

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৯ মে, ২০১৫, ১১:১০:১৮ রাত



ক্ষনিকের মোহে বয়ফ্রেন্ডের সাথে

লিভ টুগেদার করে গর্ভে বাচ্চা

এসেছে মেয়েটির কিন্তু বাচ্চাটি

অবৈধ তাই গর্ভপাত করাই শ্রেয় মনে

করলো মেয়েটি অতঃপর ডাক্তারের

কাছে গমন পাঁচহাজার টাকায় কাজ

ফিনিস।

অথবা স্বামীর সাথে সেক্স করে

বাচ্চা এসে গেছে গর্ভে কিন্তু

বাচ্চাটি মেয়ে প্রথম সন্তান মেয়ে

চায়না স্বামী স্ত্রী দুজনেই অথবা

এই মুহুর্তে বাচ্চা নিয়ে লাইফটাকে

ইনজয় বঞ্চিত করার মানে হয়না তাই

সিদ্ধান্ত নিলো গর্ভপাতের।

প্রতিটি বাচ্চাই মৃত্যুর পর স্বর্গবাসী

হবে এই বিশ্বাস সব আস্তিকের কারন

এরা পাপ মুক্ত আচ্ছা স্বর্গে যদি তার

মাকে জিজ্ঞেস করা যায় এবং

তাদের সম্মুখে বাচ্চাটি দাঁড়িয়ে

প্রশ্ন করে-

--আচ্ছা আম্মু আমার অপরাধ কি

ছিলো কেন পৃথিবীর মুখ দেখার

আগেই মরতে হলো?

--কারন অবৈধ সন্তানের স্বীকৃতি

সমাজ দেবেনা।

--আচ্ছা আম্মু অবৈধ পন্থায় লিভ

টুগেদার করার সময় মনে ছিলোনা?

--সরি বাবু আমার ভুল হয়ে গেছে।

--আম্মু আমাকে যখন নষ্ট করছিলো এই

একটা ওয়ার্ড ইউজ করেছিলে সরি

কিন্তু জানো এই সরি শব্দটা আমার

যন্ত্রনা কমাতে পারেনি আমার

সমস্ত দেহ খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়ে

ফেলেছে ওরা।

--তোর খুব কষ্ট হয়েছে তাইনা?

--কখনো সুঁইয়ের ফোঁড় খেয়েছো

খেলে কেমন লাগে?

--জান বের হয়ে যায় যেন।

--আমাকে এমনি করে অবিরত ফোঁড়

দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে

মাংসের টুকরোর মত বের করা হয়েছে

যন্ত্রনাটা বুঝে নাও।

--আমাকে ক্ষমা করা যায়না?

--সন্তান মায়ের কাছে ক্ষমা চায়

আর তুমি...

জানো আম্মু সব সন্তানের নিরাপদ

আশ্রয় তার মায়ের গর্ভ মায়ের বুক

অথচ আমার সবচেয়ে অনিরাপদ স্থান

ছিলো তোমার গর্ভাশয়।সন্তান

ব্যাথা পেলে তার মায়ের কাছে

যায় মাকে ডাকে আর মা তার চেয়ে

বেশী কাঁদে আর আমার মা আমাকে

খুন করেছো।

--আমি নিরুপায় ছিলাম তখন।

--সত্যিই কি নিরুপায় ছিলে?তবে

ভালো হলো পৃথিবীর বীভৎসতা

দেখতে হলোনা তোমাদের সাময়িক

সুখের কারনে আমাকে মরতে হলো

আর আমার সাময়িক কষ্টের বিনিময়ে

স্বর্গের সুখ প্রাপ্তি।বাপ নামের

পাপটি নরকবাসী তুমিও অচিরেই সে

পথে যাবে দুনিয়ার পাপের ফল ভোগ

করতেই হয়।

প্রতিদিন হাজার হাজার ভ্রূণ নষ্ট

করা হয়।মায়ের গর্ভেই মেরে ফেলা

হয় হাজার হাজার শিশু।টাকার জন্য

পশুতে পরিনত হয় কিছু চিকিৎসক

যাদের ধর্ম জীবন বাঁচানো তারাই

হত্যা করছে শিশুদের।এই চিকিৎসক

গুলো নানারকম অনৈতিক পরামর্শ

দিয়ে অবৈধ সেক্স বাড়াচ্ছে

শিশুদের গর্ভেই হত্যা করছে।

পাঁচহাজার টাকার টাকার বিনিময়ে

একটি শিশুকে হত্যা করতে তাদের

বিবেকে বাধেনা।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321315
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : পরকালে কঠিন জবাব দিতেই হবে....ভাল লাগলো
322161
২৪ মে ২০১৫ সকাল ০৯:৩৩
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File