আমি আবার চরমপন্থী ট্যাগ পেয়ে যাবো নাকি???
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৭ মে, ২০১৫, ০২:৪৫:১৫ দুপুর
চারদিকের মুসলিম দেশগুলির তাড়া
খেয়ে রোহিঙ্গা মুসলিমরা যখন সাগরে
ভেসে জীবনধারনের জন্য নিজেদের মুত্র
খেয়ে জীবন যাপন করছে ঠিক সেই মুহূর্তে
সিরিয়ার এক জঙ্গি সংগঠনের একটি
ব্যাটালিয়ন কমান্ডার নিজেদের পেটে
ঠিকমত দানাপানি না পড়লেও সাগরে
ভাসমান ৫০০ রোহিঙ্গা পরিবারকে
সিরিয়াতে তাদের কাছে নিয়ে
যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
ঐ দুর্ধর্ষ জঙ্গি নেতা বলেন,"আমরা ভাল
করেই জানি ক্ষুধার তাড়না কি জিনিস।
যদিও আমরা খুব কষ্ট করে নিজেদের খাদ্য
যোগাড় করি কিন্তু রাসুলুল্লাহ (সাঃ)
বলেছিলেন, "২ জনের খাবার ৩ জনের জন্য
যথেষ্ট"। আশা করি আমরা কষ্ট করে হলেও
ম্যানেজ করতে পারব কিন্তু আমাদের ভাই
আর বোনরা না খেয়ে সমুদ্রে মারা যাবে
এটা মেনে নেব না"
সূত্রঃ http://www.bilalabdulkareem.com/sea-to-syria/
সিরিয়াতে তাদের নিয়ে যাওয়াটা হয়ত
কষ্টসাধ্য তবে অসম্ভব নয়।তবে ঐ জঙ্গি
নেতা যে ইচ্ছা পোষণ করেছেন এটাই
অনেক বড় বিষয়।এজন্য তাকে সাধুবাদ
দেওয়াই যায়।
একি!অবচেতনভাবে জঙ্গিদের প্রশংসা
করছি কেন!!!! আচ্ছা ভাই, এসব জঙ্গিদের
ভাল কাজকে ভাল বললে আমি কি
চরমপন্থি হয়ে যাব! চরমপন্থি হয়ে
গেলে বইলেন স্ট্যাটাস এডিট করে দেব!
আমি আবার চরমপন্থী ট্যাগ পেয়ে যাবো নাকি???
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন