ঘুরে আসুন পৃথিবীর সপ্তাশ্চার্যের জায়গা গুলো থেকে.......... [ছবি ব্লগ]
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৯ মে, ২০১৫, ০৪:১৭:৩৫ রাত
ইচ্ছে থাকা শর্তেও আমরা অনেক বাস্তবতার কাছে অনেক বিষয় অসহায়! এই যে,দরুন আপনি হয়তো অনেক জায়গায় ভ্রমণ করেছেন, যেগুলোর কাছে যাওয়া আমার পক্ষে পুরাই দূষ্কর বলতে পারেন!
সেই জন্মের পর থেকে পৃথিবীর সপ্তাশ্চার্যের কথা শুনেই আসছি,যাওয়াটা একেবারেই কাল্পনিক আমার জন্য!
তাই বলে কি শতভাগ স্বাদ না নিতে পারলেও সামান্যতম স্বাদ তো নিতেই পারি!
হ্যাঁ, বন্ধুরা আমার মতো যারা আছো"ফর নাউ ডোন্ট মিসিং, জাস্ট শো'ইং"
তাহলে চলো ঘুরে আসি সপ্তাশ্চার্য স্থান সূমহ থেকে.....
মিশরের পিরামিড
পিসার টাওয়ার
আগ্রার তাজমহল
স্টোনহেঞ্জ
জেরুজালেমের পুরাতন শহর
মাচুপিচু
আলেকজান্দ্রিয়ার বাতিঘর
রোম কোলেসিয়াম
ব্যবিলনের ঝুলন্ত উদ্যান
চীনের মহাপ্রাচীর
গ্রেট ব্যরিয়ার রীফ
গোল্ডেন গেট ব্রীজ
আম্পায়ার স্টেট বীল্ডিং
যীশু খ্রিস্টের মূর্তি
চিচেন ইতজা
জিউসের মূর্তি
নতুনদের কাছে আসা করে ভালোই লাগছে!
আর পুরান(যারা আগেও দেখেছেন)দের হতাশার কারণ নাই,হয়তো ভাবছেন শুধু শুধু সময় নষ্ট হলো, না ভাই!
সময় নষ্ট নয়,আপনার স্মৃতি শক্তিকে ঐতিহাসিক দর্শনীয় স্থান গুলো কে মনে রাখার জন্য হালকা একটু নাড়াচাড়া দিয়েছি!
বিষয়: বিবিধ
৩০৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথে কিছু কম্বল বা গরম কাপড় দুস্থদের জন্য নিয়ে যাবেন।
ইনশাআল্লাহ।
তাদের হাসি এবং দোয়া আপনাকে জান্নাতে পুরস্কার দেবেন।
মানুষের যে পন্চ ইন্দ্রিয় তার একটা বিশেষ করে চোখের ব্যাপারটা , এসব আশ্চর্য্যগুলো কি চোখে দেখার চেয়েও বেশী আশ্চার্য্যের যেগুলো আল্লাহ সুব'হানাওয়াতায়ালা আমাদেরকে দান করেছেন ?
এরুপ অগুনিত নিয়ামত যে আল্লাহ আমাদের দিয়ে রেখেছেন তার শোকর না করে মনুষ্য সৃষ্ট ( চরম অবিশ্বাসী ফেরাউনের পিরামিড) এসব নশ্বর কীর্তিকে আশ্চর্য্য বলাই তো অতিআশ্চার্য্যের বিষয় !
আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন