লেখা টা যখন লিখছি,সময়টা তখন জাহেলি যুগের আপডেট ভার্সন "ডিজিটাল যুগ"!!
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ নভেম্বর, ২০১৪, ০১:০৪:১৩ দুপুর
∫∫∫সবকিছুতেই জাহেলিয়াতের ছোঁয়া কেবল মোরগটা ডিজিটাল!
⇨জাহেলি যুগে কন্যা সন্তানদের জীবন্ত পূতে ফেলা হতো!
আর ডিজিটাল যুগে ফ্লাশ বাটনের সাহায্যে সন্তানদের সোজা টয়লেটের পাইপলাইনে পাঠিয়ে দেয়া হয়!!
⇨জাহেলিয়াতে সামান্য পানির কূপের জন্য বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকতো! আর এখন ডিজিটাল বলেই কথা! অনেকটাই আপডেট ভার্সন, সোনার ছেলেরা সামান্য হল/পদ দখলের জন্য বছরের পর বছর পিস্তল, চাপাতি, বটি, ক্রিস, হকিস্টিক এর খেলা চালিয়ে যাচ্ছে!! বাদ পড়ছেনা নিজ দলের কর্মী কিংবা বিশ্বজিৎ এর মতো সংখ্যালঘু এবং সাধারন পথ চারিরা!!!
⇨ জাহেলিয়াতের গালি জাদুকর,কবি,পাগল ইত্যাদি ডিজিটালে এসে হলো মানবতাবিরোধী,রাজাকার,মৌলবাদী,জংগী সহ আরও কত কি!!!
⇨জাহেলিয়াতের মুনাফিকরা ডিজিটালে এসে হলো "সুশীল সমাজ"!!
⇨জাহেলিয়াতের নাচের আসরের ডিজিটাল ভার্সন এখন ডিজে!!
⇨জাহেলিয়াতের বেশ্যারা ডিজিটালে এসে মডেল, মিস্ ওয়ার্ল্ড, লাক্স সুন্দরী!!
⇨জাহিলিয়াতের বেশ্যা খানা ডিজিটাল জাহেলিয়াতে ফাইভ, সিক্স, সেভেন স্টার হোটেল!!
⇨জাহেলিয়াতের জুয়ার আসর ডিজিটাল জাহেলিয়াতের চিটাগাং ক্লাব, ঢাকা ক্লাবের রাতের আড্ডা!!
⇨জাহেলি যুগের বেজন্ম গুলা ডিজিটালে এসে ".....যুদ্ধার চেতনা বাজ"!!!
→জাহেলিয়াতের আবু জাহেল ডিজিটাল যুগে................?
→জাহেলিয়াতের ফেরাউন ডিজিটাল যুগে.................?
→জাহেলিয়াতের কুফ্ফারে মক্কা ডিজিটাল যুগে..........?
☞ কিছু অপশন আপনাদের জন্যে খালি রাখা হয়েছে,আপনারাই উত্তর দিন!!!
✔এক নজিরবিহীন দৃষ্ট ছেড়ে দেয়ার কারণেই আজ ঠিক আমরা সেই সোনালী যুগের ওয়ারিশরাই ডিজিটাল ভার্সনে জাহেলি যুগে এসে জালেমের গোলামে উপনিত হয়েছি!!!
√আমাদের সেই হারানো গৌরব আর সোনালী দিন গুলো ফিরিয় আনতে প্রয়োজন পরস্পর সকল প্রকার ছোট খাটো মতোভেদ ভূলে গিয়ে নিজেদের মাঝে কাঁদা ছোড়াছুড়ির অবসান ঘটানো! এবং একেই ফ্লাটফর্মে এসে ডিজিটাল যুগের আবু জাহেল, ফেরাউন, নমরুদ দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া! ইনশাআল্লাহ, ১২ আউলিয়ার পদস্পর্শে ধন্য পবিত্র এই ভূমি থেকে বাতেল পালাতে বাধ্য!!!
"নিশ্চয়, আল্লাহ আমাদের সাহায্য কারি"
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চরম সত্যিকর বিষয়গুলো অবলীলায় উপস্হাপন করায় অনেক ধন্যবাদ!
জাহেলি যুগের দূর্বল মুমিনের ঈমান গোপন রাখার মত ডিজিটাল যুগেও আপনার ছেড়ে যাওয়া অপশন গুলো পূর্ণ করতে পারলাম না!
আমরা এখন জাহিলিয়াত এর যুগে ফিরে গিয়েছি আবার।
মন্তব্য করতে লগইন করুন