আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন।

লিখেছেন লিখেছেন মায়াবন বিহারিণী হরিণী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১০:৪৮ সকাল



আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

বিষয়: বিবিধ

১৬৮০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305724
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তাহারা সেফ ভাইরাস ভেকটিরিয়া থেকে...তাহারা নয় ছোলা কলা...যাহায় যে যেমন তেমন দেবে ডলা....,ব্যাখায় বুঝা যাই নাই তলা...আই মিন খোলা...... ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
306491
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩১
একটি সকাল লিখেছেন : ভুল ভাবে উপস্থাপন করেছেন।
সুরা বাকার ০৬-০৯
নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। 06

خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ 07
আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ 08
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।

يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ 09
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।
http://ourholyquran.com/index.php?option=com_content&view=article&id=55&Itemid=83
306860
০২ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩৪
এলিট লিখেছেন : আর এদের সবকিছু খুলে দিয়েছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File