সংলাপ মানেই ফিলিস্তিনের শত বছরের রক্ত ক্ষরণ
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৭:২০ সকাল
আমাকে আমার ভাই বোনেরা বারণ করে দিয়েছে আমি যেনো আমার স্ট্যাটাসে রাজনীতি না নিয়ে আসি, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু না কই। আমি বলেছিঃ "ঠিক আছে"। কিন্তু ক'দিন আগে বেবি নাজনীন আর আজকে চঞ্চল খালেদা জিয়ার অফিসে যাওয়ায় ছোট একটা রাজনৈতিক স্ট্যাটাস দিতে মন চাচ্ছে। খোকা আর মান্নার ফোনালাপের পরেও ইচ্ছা হইছে ছোট একটা স্ট্যাটাস দেই।
বলিঃ "বর্তমান সরকারের দিন যেমন শেষ হয়েছে, বিরোধীদলের আন্দোলনে বেগবান করা ছাড়া আর কোন উপায় নেই। সংলাপ মানেই ফিলিস্তিনের শত বছরের রক্ত ক্ষরণ"।
কিন্তু......... না, থাক, আম্মা বোধ হয় রাগ করবেন।
বিষয়: বিবিধ
১৫৭৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(আলু চনা)
সময় যখন ধাক্কা দেয়া
হাত বাড়ালেই সমূহ বিপদ
থাকবেনা আর ঘাটে খেয়া
বইতে হবে বোঝা আপদ।
"সংলাপ মানেই ফিলিস্তিনের শত বছরের রক্ত ক্ষরণ"।
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাশ্মির এর গনভোট এর মতই এই দেশের গনতন্ত্র এর অবস্থা হবে মনে হয়!!!
বাংলাদেশের জন্য ও দুটোর কোনটাই হবেনা মনে করি- ইনশাআল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন