খুনির রকমফের ও সহী মুসলমান।
লিখেছেন লিখেছেন মায়াবন বিহারিণী হরিণী ০২ মার্চ, ২০১৫, ১০:০৯:৩৮ সকাল
১। বইমেলায় অনেক মানুষ ছিল। অনেক লেখক ছিল। কাউকে কোপানো হয়নি। বেছে নিয়ে কোপানো হয়েছিল হুমায়ুন আজাদকে। কারণ হুমায়ুন আজাদের লেখা মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছিল।
২। এত মানুষের মধ্যে টার্গেট করে অভিজিৎ রায়কে নির্মমভাবে খুন করা হলো। কেন? কারণ তাঁর লেখা মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছিল।
৩। রাজীব হায়দারকে খুন করা হয়েছিল। তাও সেই একই কারণ। রাজীব হায়দারের লেখা মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছিল।
৪। ফ্রান্সের চার্লি হেবদো পত্রিকা অফিসে খুন করা হয়েছে। সেই একই কারণ। মুসলিমদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েছিল।
এই চারটি হত্যাকাণ্ড খেয়াল করুন। সবখানেই মুসলিমদের ধর্মানুভূতি জড়িত খুনের পেছনে। তবুও এই হত্যাকান্ড গুলোর সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনাকে তাদের সাথে গলা মিলিয়ে বলতে হবে, ইহা সহী ইসলাম নয়। ইসলাম শান্তির ধর্ম।
তো আপনি সহী মুসলমান কোথায় পাবেন? তবে বাংলাদেশের অনলাইনে পাবেন। কিছু ছাগল অনলাইনে এসে আপনাকে শান্তি বোঝাবে, ইসলাম বোঝাবে। তারা বলবে- খুনির বিচার আমরাও চাই। তবে ইসলাম নিয়ে কিছু বল্লে ঢিলের বদলে পাটকেল খেতেই হবে। পরক্ষনেই পোলটি দিয়ে বলবে ইসলাম হত্যা সমর্থন করে না! অতপর হত্যাকান্ডের পিছনে ইহুদী-নাসরা-নাস্তিক'দের যোগসূত্র আবিস্কার করবে।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Atheist kills three Muslims, mainstream media ignoring his leftist politics Read more at http://www.youngcons.com/atheist-kills-three-muslims-mainstream-media-ignoring-leftist-politics/#wgmXeJ0YqCvwhLL0.99
মন্তব্য করতে লগইন করুন