‘নাৎসিদের চেয়েও ভয়ঙ্কর’ কামারুজ্জামান........

লিখেছেন লিখেছেন মায়াবন বিহারিণী হরিণী ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৩:৫৩ রাত



একাত্তরে ময়মনসিংহ অঞ্চলে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান যেসব যুদ্ধাপরাধ ঘটিয়েছেন তা তার পূর্বসূরি কাদের মোল্লা, এমনকি নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ ছিল বলে সর্বোচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।

আদালতের সর্বোচ্চ রায়ে রাজাকার কমান্ডার কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জেলগেটে পৌছে গেছে। অল্প কিছু দিনের ভিতর নরঘাতক কামারুজ্জামান ফাঁসির দড়িতে ঝুলে যাবে। ঘাতক তখন অক্সিজেনের অভাবে ছটফট করবে। সারা দেশে মুক্তিযুদ্ধের পক্ষের আম জনতা সেই মহেন্দ্র ক্ষনটি দেখার অপেক্ষায় আছেন।

যদিও টুডে ব্লগের জামাতীরা এই ঘাতকের জন্য হাউমাউ করবেন। এটি নিয়ে বেজায় ভিষন আল্লা বিল্লা এবং দরুদ পাঠ করা হবে।

শেষমেষ নিরুপায় হয়ে বলবেন- সব আল্লার ইচ্ছায় হয়েছে। দুই দিনের ইহকালের কি মুল্য আছে। আজ হোক, কাল হোক সবাই মরবে। তিনি ঈমানী পরীক্ষা উতৃণ হয়েছেন। আল্লা তাকে শহীদি মৃত্যু দিয়েছেন................. ইত্যাদি, ইত্যাদি। অন্যদিকে কামারুজ্জামানের উকিল, মোক্তর গন তাকে বাঁচিয়ে রাখার জন্য যারপর নেই লম্ফঝম্প কসরত করছেন। রিভিউ পিটিশন, প্রান ভিক্ষার আবেদন কোন কিছু বাদ যাবে না। যদিও সে বিষয়টি মুমিন ভাইরা বেমালুম চেপে যাবেন।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305156
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২০
সজল আহমেদ লিখেছেন :
ছবি কই পাইলা হাহাহা?ছবিটা চমত্‍কার হৈসে ।
এমনকি নাৎসি বাহিনীর চেয়েও ভয়াবহ ছিল বলে সর্বোচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এই কথাটার তথ্যসূত্র কই ?
যাইহোক বেটায় যদি সত্যি নাত্‍সি বাহীনীর চাইয়াও ভয়াবহ থাহে তাইলে তার ফাঁসি হৌক চরম কষ্ট দিয়া তারে মারুক,আর যদি আওয়ামী পলিটিকস হয় তাইলে কিসু কওয়ার নাই খালি তাকাইয়া দেখুম ।আব্বার কাছ থেইকা শুনছি সাঈদি বাদে জামাতের বেবাক আনকোড়া রাজাকার আছিলো তাই কামরুজ্জামানরেও বিশ্বাস ও হয়না।
305219
১৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
আনিসুর রহমান লিখেছেন : In 1998 I was in New Zealand and the most interesting thing is, that time according to NZ law adult age were 22 years of old. Where we see Mr Kamrul Zamman was only 19 years of old in 1971. This clearly show the verdict against Kamruzzam were nothing to do about the crime in 1971 but a judicial MURDER.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File