সংবিধানকে সম্মান করে সেনাবাহিনী ক্ষমতায় !
লিখেছেন লিখেছেন মানবাধিকার চা্ই ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৫১:১৬ সকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান লঙ্ঘন করে কেউ ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির (ক্যাপিটাল পানিশমেন্ট) ব্যবস্থা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি ভাবেন উত্তরপাড়া থেকে এসে কেউ ক্ষমতায় বসিয়ে দেবে। তারা যাদের নিয়ে ভাবেন তারাও জানে এভাবে ক্ষমতায় এলে কি পরিণতি হয়। জিয়া, এরশাদ, ফখরুউদ্দিন-মইনউদ্দিনের পরিণতি সবাই দেখেছে। এভাবে আগুনে কেউ পা দিতে আসবে না। (মানবজমিন)
মাননীয় প্রধানমন্ত্রী আপনি মনে হয় কল্পনার স্বর্গে বসবাস করছেন এবং সবাইকে আপনার মত সংবিধান মান্যকারী ভেবে বসে আছেন । আপনার জানা থাকা দরকার যে, বিভিন্ন দেশে সেনাবাহিনী সংবিধানকে সম্মান জানিয়ে আসে না বরং সংবিধানের ব্যর্থতার ফলে এ সুয়োগ তৈরি হয় যা তারা তাদের ক্ষমতা দখলের পেছনে যুক্তি হিসাবে দাড় করায় এবং পরবর্তিতে সেটা তারা সংবিধিবদ্ধ করে বা করার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতা থেকে বিদায় হন যা আমাদের কারও জন্যই কল্যানকর নয় । আমনি ফখরুউদ্দিন-মইনউদ্দিনের আমল দেখেছেন আর সবকিছুর বৈধ্যতাও দিয়েছেন । এটা এত দ্রৃত ভুলে গেলেন !
দেশে এক ভয়ংকর সংকট তৈরি হয়েছে । প্রতিনিয়ত দগ্ধ হয়ে না হয় পুলিশের গুলিতে মানুষ মারা যাচ্ছে, এ অবস্থার দ্রুত অবসান দরকার । মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানের দোহায় দিলেও সংবিধানের কোন ধারই তিনি ধারছেন না যা অগনতান্ত্রিক কোন শক্তিকে ক্ষমতা নিতে উত্সায়িত করবে, এটা আমাদের কারও কাম্য নয় ।
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেখ মুজিবেরই হয়েছিল।
মন্তব্য করতে লগইন করুন