আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঐতিহাসিক চরমোনাই মাহফিলের জিকিরের সাথে যোগদিন। আগামী কাল থেকেই শুরু..।সরাসরি দেখুন

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৯:২৪ দুপুর



আলহামদুলিল্লাহ।

এখনই লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।

মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে- http://www.CharmonaiVS.net এ ঠিকানায়।

আমীরুল মুজাহিদীন এবং নায়েবে আমীরুল মুজাহিদীনের মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-

***২৪ ফেব্রুয়ারি - যহোর বাদ উদ্বোধনী বয়ান দিয়ে মাহিফল শুরু হবে ইনশাআল্লাহ (যহোর নামাজ শুরু হবে- ২.০০টা।)।

এবং বাদ মাগিরব।

***২৫ ফেব্রুয়ারি ফজর ও মাগরিব বাদ।

***২৬ ফেব্রুয়ারি ফজর ও মাগরিব বাদ।

***২৭ ফেব্রুয়ারি ফজর বাদ মূল্যবান নসিহত এবং মাহফিলের আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।

***ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।

***২৫ ফেব্রুয়ারি মাগিরব বাদ এবং ২৬ ফেব্রুয়ারি বাদ ফজর বয়ান করবেন-নায়েবে আমিরূল মুজাহিদ্বীন আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল কারিম সাহেব।

***সময়সূচির মধ্যে বাকি সময় মাহফিল করবেন হযরত পীরসাহেব চরমোনাই।

***এছাড়া আরো মূল্যবান নসিহত পেশ করবেন দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শায়খুল হাদীস,মুফাসসিরেকরাম,ওলামায়েকরাম,পীর-মাশায়েখগণ।

***২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ওলামা ও শুধি সমাবেশ।

***২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা ছাত্র-জনতা সমাবেশ।

জিকিরের সাথে যোগদিন ,দাওয়াত দিন এবং দু'আ করুন ।

আল্লাহ পাক মাহফিলকে বিশ্ব বাসির হেদায়েতের জন্য কবুল করেন।

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305720
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৩
হতভাগা লিখেছেন : এখানে প্যান্ডেলের বাঁশ বেয়ে ওঠা নামা করা ইভেন্ট তো থাকছে নিশ্চয়ই !
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২২
247345
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তা্ আছে কিনা জানি না ,তবে নাস্তিক,মুরতাদ ,মুনাফিকদেরকে যে বাশঁ দেওয়া হয় তা নিশ্চিত করে বলা যায়।
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:২৬
247346
হতভাগা লিখেছেন : ভাই ঐ ইভেন্টটার ছবিটা হারিয়ে ফেলেছি ।থাকলে একটু শেয়ার করেন না !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File