বণিক ও তার গাধা
লিখেছেন লিখেছেন মানবাধিকার চা্ই ০৬ মে, ২০১৮, ১২:১০:২৫ দুপুর
(ছোট গল্পের অনুবাদ)
বসন্তের এক সুন্দর সকালে, এক বণিক কয়েক ব্যাগ লবন তার গাধার পিঠে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছিল । বণিক ও গাধা হাটছিল পাশাপাশি । তারা যখন নদীর পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা বেশিদুর যেতে পারেনি ।
দুর্ভাগ্যবসত গাধাটি পা পিচলে লবনের বস্তাসহ নদীর মধ্যে পড়ে গেল । বণিকের কিছুই করার ছিল না, সে শুধু চেয়ে চেয়ে দেখছিল, তার সব লবন গলে যাচ্ছে । পরে সে বাড়ী ফিরে আসলো ।
যখন নতুন করে গাধার পিঠে লবন নিয়ে বাজারের দিকে রওনা হলো, ঠিক নদীর কাছাকাছি এসে আবার একই ঘটনা ঘটলো, গাধাটি নদীর মধ্যে পড়ে গেল এবং সমস্থ লবন আবার নষ্ট হয়ে গেল ।
এবার ব্যবসায়ী বুঝতে পারলো গাধার চালাকি । সে আবার বাড়ী ফিরে আসলো এবং এবার গাধার পিঠে বোঝায় করলো স্পঞ্জের ব্যাগ ।
বোকা! ধূর্ত গাধাটি নদীর কাছে পৌঁছানোর পর, সে আবার পানিতে পড়ে গেল।
কিন্তু এবার বোঝা হালকা হওয়ার পরিবর্তে, এটি আরও ভারী হয়ে গেল।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন