কেউ যদি পিসসি বলে তখন কেমন লাগে ........?
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:২৭:১০ দুপুর
অনেক দিন আগে খান ভাইয়ার তাকানো স্টাইল দেখে বুঝেছি উনি আমাকে পিসসি ভেবে অবাক হয়েছেন ।
সেদিন আওন বাইয়া আমাকে পিসসি বলেছে । শুধু তাই নয় উনি অবাক হয়ে বলেছে এতো পিসসি আমি
আচ্ছা আমি কি সত্যিই পিসসি ? হাফ প্যান্ট পড়া ছেড়েছি কবে মনে নেই , এমনকি থ্রী কোয়াটার কবে ছেড়েছি এটাও মনে নেই । অনেক দিন হলো ফুল প্যান্ট পড়ি । তবুও আমি পিসসি ?
আচ্ছা যাক । পোষাকের কথা বাদ দিলাম । আমার ওজনের কথায় আসি ৬৪ কেজ ওজনের মানুষ পিসসি হতে পারে ? আচ্ছা আমি পিসসি হলে এই এতো বড় বড় কা গুলো কেমনে করি ???????
তাহলে আমাকে পিসসি বলে কেন সবাই ?
আমি পিসসি নয় নয় ।
আমি অনেক বড় আপনাদের সবার চেয়ে বড়
কেউ আমারে আর পিসসি বলে ডাকবেন না । ডাকলে কেদে দিবো
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল পিত্তি বলবোনা।
চক্কেট দেবো তান্দেনা বাবু তান্দেনা।
“ঠিক আছে পিচ্চি... আর বলা হবেনা” Happyপ্রসঙ্গে একটি গল্প/ঘটনা মনে পড়ে গেলো।
চট্টগ্রামের এক ধনাঢ্য চৌধুরীর ছেলে শহর থেকে এসে গ্রামের হাটে গেছেন বাজার করার জন্য। গোস্ত বিক্রেতা কসাই চৌধুরীর ছেলেকে চিনতে পেরে ডাক দিল- ‘অবদ্দা আজিয়া ভালা গোস্ত আছে লইযাছোনা’ গ্রামের কসাইর তুই-তুকারী জাতীয় কথায় সে ক্ষিপ্ত হয়ে মাইর শুরু করে দিল। কসাই মার খাচ্ছে আর বলছে। “অবদ্দা, তোরে আর তুই কইতামনঅ” এখনো দেখছি ’পিচ্চি বলেই পিচ্চি না বলার ওয়াদা করা হচ্ছে! :P
“ঠিক আছে পিচ্চি... আর বলা হবেনা” প্রসঙ্গে একটি গল্প/ঘটনা মনে পড়ে গেলো।
চট্টগ্রামের এক ধনাঢ্য চৌধুরীর ছেলে শহর থেকে এসে গ্রামের হাটে গেছেন বাজার করার জন্য। গোস্ত বিক্রেতা কসাই চৌধুরীর ছেলেকে চিনতে পেরে ডাক দিল- ‘অবদ্দা আজিয়া ভালা গোস্ত আছে লইযাছোনা’ গ্রামের কসাইর তুই-তুকারী জাতীয় কথায় সে ক্ষিপ্ত হয়ে মাইর শুরু করে দিল। কসাই মার খাচ্ছে আর বলছে। “অবদ্দা, তোরে আর তুই কইতামনঅ” এখনো দেখছি ’পিচ্চি বলেই পিচ্চি না বলার ওয়াদা করা হচ্ছে! :P
পিচ্চি বলব ঠিক আছে!!
পিচ্চি বলব ঠিক আছে!!
মন্তব্য করতে লগইন করুন