সচল ব্লগঃ খুব আনন্দ লাগছে
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৩ এপ্রিল, ২০১৫, ০৩:১৯:১৮ দুপুর
প্রিয় ব্লগটির অসঙ্গতি সম্পর্কে ইতিপূর্বে কয়েকজন ব্লগার রিপোর্ট করেছেন, আমিও দু'টি পোষ্ট লিখেছিলাম। আলহামদুলিল্লাহ আজ অনেকটা সচল মনে হচ্ছে।
যেমন: প্রিয়তে রাখা, প্রিয় থেকে সরানো, ব্লক করা, আনব্লক করা, সর্বশেষ মন্তব্য, সর্বশেষ প্রতি মন্তব্য ইত্যাদি ইত্যাদি। এজন্য ধন্যবাদ জানাই মডু ফোরামদের ও যে সকল ব্লগার মন্তব্য করে উৎসাহ দিয়েছেন তাদেরকে। বিশেষ করে ব্লগার ঘুম ভাঙাতে চাই, গাজী সালাহ উদ্দিন, কাহাফ, আবু জারীর, আফরা, নুর আয়শা আব্দুর রহিম, অভিশপ্ত নীরব ও সন্ধাতারা আমার খালাম্মুনি কে।
পুরাতন ব্লগারগণ দিন দিন দূরে সরে যাচ্ছে। হতে পারে রাজনীতির কষাঘাতের কারণে, হতে পারে জীবিকার তাগিদে, হতে পারে আর্থিক অভাবের কারণে, হতে পারে স্থান পরিবর্তনের কারনে, হতে পারে লিখাপড়ার চাপের কারণে, হতে পারে পারিবারিক বন্ধনের কারনে, হতে পারে সংসার গড়ার কারণে, হতে পারে সন্তান নিয়ে ব্যস্ততার কারনে, হতে পারে মাতা পিতার সেবায় ব্যস্ত থাকার কারনে, হতে পারে জীবনের তরে পরপারে স্থানান্তরীত হওয়ার কারনে। যে যেভাবে থাকুক সবার জন্য শুভ কামনা।
যে যেভাবেই বা যে কারনেই দূরে থাকুক না কেন, আমার মন বলছেঃ যারা এখনো ইহদম ত্যাগ করেনি, কিন্তু ব্লগে আসার সুযোগ পাচ্ছেন না, তারা অবশ্যই ব্লগের কথা স্বরণ করেন ও সুযোগ পেলেই ছুটে আসবেন এমন প্রত্যাশায় রয়েছেন।
পুরাতন ব্লগাররা ফিরে আসুক, নতুনরা নব চেতনায় উজ্জিবীত হোক এ প্রত্যশায়...........
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ১১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওণ আসলে ”মাফ” চাওয়ার নিয়তেই এখানে ব্যবহার করছে সেটা! কারন সে খাম্মুনিকে না জানিয়ে বাড়িতে বউ নিয়ে আসার ডেইট ফিক্সড্ করে ফেলছে! ওদিকে খাম্মুণি বউ বানানোর জন্য মেয়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত!
ইহা ইজ দ্যা মেইন রিজন্ অফ মা’আফী চাওয়া অফ্ আওণ রাহ'বার। আন্ডার্স্টুড্? @আবু জান্নাত ব্রাদার।
সকলের জন্য সুখবর নিয়ে উপস্থিত হওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর। সুসংবাদগুলো জেনে ভীষণ আনন্দিত হলাম।
আচ্ছা যাক সেই কথা... ৮নং এ ফাতিমাপু একটা রিকুয়েস্ট করছে "হোম পেইজ এ সর্বশেষ মন্তব্য ও প্রতিমন্তব্যের তালিকা" দেয়ার ব্যাপারে। .... একটু সুনজরে দেখবেন আশা করছি ... সম্মানিত মডুআপি! : :
এতদিন পরিচয় প্রকাশ করেন নি কেন? আপনাকেই খুঁজছে বাংলাদেশ
আমার আরও কিছু দাবী দাওয়া ছিল; অভয় দিলে বলব
আচ্ছা..... মডুগিরি ফাঁস হয়েগেলে সবাই অস্বিকার করে কেনু! দেখবেন বৃত্তাপুও অস্বিকার করবে! আচ্ছা ভাই মডু হওয়া কি দোষের কিছু নাকি? সবাই অস্বিাকার করে কেনু?
কিন্তু সবার এত অভিযোগ শোনার মত অবস্থা কি হ্যারির আছে?
এখানে Dinosaur একটা ছবি দিছেন কেনু? সেও কি মডুগিরি করতো?
সচল থাকুক আমাদের প্রিয় অংগনটি সবসময়!
হতে পারে জীবনের তরে পরপারে স্থানান্তরীত হওয়ার কারনে কেমন যেনো স্তব্ধ হয়ে গেলাম!
জাযাকাল্লাহু খাইর!
আগে মন্তব্য-প্রতিমন্তব্য প্রথম পাতায় দেখা যেতো,এখন তা যায় না! পরিবর্তিত রুপের কারণেই কি? সময়-সুযোগের কারণে সব পোস্ট পড়া হয়ে উঠে না!
মন্তব্য-প্রতিমন্তব্য কৃত দেখেও পড়া হতো!
মুল পাতায় আগের মত রাখলেই ভাল হতো মনে হয়!
@আমার ভাইয়া জান্নাতের বাবা জী দুষ্ট পোলাও আমার ভাইয়া তাই মাঝে মাঝে তালে একটু ফলো করতে হয় তাই না ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন