অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ১
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৩ মার্চ, ২০১৫, ০৭:০১:৪৮ সন্ধ্যা
চেয়ারে হেলান দিয়ে আরামসে বসে টিভিতে স্টার জলসা দেখছে ছমির মিয়া । তার স্ত্রী সেলিনা খাতুন রাগে গজগজ করে নিজের কাপড় গোচাচ্ছে ।
সেলিনার রাগের কারন হলো আজ ছমির মিয়া রিক্সা নিয়ে না বেরিয়ে রিক্সার চাবি সেলিনাকে দিয়ে রিক্সা চালাইতে বলেছে । খুব ভোরে ছমির মিয়া রান্না শেষ করে নিজে খেয়ে সেলিনার জন্য বেড়ে দিয়ে আনুষাংগিক কাজ শেষ করে টিভি দেখছে । আর সেলিনা রাগে গজগজ করছে ।
আসল ঘটনা হলো সেলিনা গতরাতে ছমির মিয়ার সাথে ঝগড়া করেছে সমান অধিকারের দাবিতে । তার মতে নারীরা শুধু রান্না আর থালাবাসন মাজবে এটা হতে পারে না । তারও সমান অধিকার চাই ।
ছমির মিয়ার সুন্দর প্রস্তাব বিয়ে পর দুই বছর আমি রিক্সা চালাইয়া তোমারে খাওয়াইছি । এবার দুইবছর তুমি খাওয়াও । আমি হালাল ভাবে নিজের ঘাম ঝড়িয়ে ইনকাম করেছি । তুমিও করো । এই দুবছর সংসারের কাজ আমি করবো আর ইনকামের কাজ তুমি করো ।
সেই থেকেই সেলিনা রাগে আগুন । এটা কি সম্ভব । সে ভেবেছিল ছমির শেখের প্রতি মাসে মায়ের কাছে পাঠানো টাকার বদলে ওই টাকা দিয়ে একটা কাজের লোক লাগবে । বীপরিতে এবার ছমির মিয়া তাকেই ইনকাম করতে লেগে দিলো ! রিক্সা চালানো কি তার পক্ষে সম্ভব নাকি ?
নাহ !সমান অধিকার দরকার নাই । আমার সহজ কাজই ভালো । ছমির মিয়াকে বুঝিয়ে অধিকারের দাবি থেকে সরে আসে সেলিনা ।
"প্রিয় নারীসমাজ , পুরুষেরা নারীদের চেয়ে অনেক বেশি কষ্ট স্বীকার করে গোটা পরিবারকে পরিচালনা করে । এক্ষেত্রে তার ছোট খাটো ভুল গুলোকে কেন্দ্র করেও নারীরা গন্ডগোল পাকায় ।কিন্তু তারপরেও পুরুষরা নিজেদের থেকে অনেক গুনে বেশি সবিধা দেয় নারীদের । আর আপনারা ওটা না মেনে সমান অধিকার চান ? মনে রাখবেন রিক্সা চালানোও সমান অধিকারের আওতাধীন "
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেলিনা আগের জম্মের মানুষতো, তাই জামাই বাবু যা বুঝাইছে, তাই বুঝছে, বাড়তি কিছু বুঝার ক্ষমতা কি আছে?
দরকার নাই থাকার, যা বুঝেছে, তাতে কথিত আধুনিকাদের চাইতে বেশি লাভবান হবে, তা নিঃসেন্দেহে বলা যায়।
এগুলো যারা যারা চায় তারা সমাজের গন্য - মান্যরাই চায় কাজেই তাদের নিয়ে লিখেন ।
যদি বলা হয় যে এসব যায়গায় যেতে ও কিনতে যা খরচ হবে সব সেই দেবে - তখন কি তার আগের সেই উতফুল্লতা বজায় থাকবে ?
মন্তব্য করতে লগইন করুন