অধিকার হারা পুরুষের আর্তনাদঃ ১

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৩ মার্চ, ২০১৫, ০৭:০১:৪৮ সন্ধ্যা



চেয়ারে হেলান দিয়ে আরামসে বসে টিভিতে স্টার জলসা দেখছে ছমির মিয়া । তার স্ত্রী সেলিনা খাতুন রাগে গজগজ করে নিজের কাপড় গোচাচ্ছে ।

সেলিনার রাগের কারন হলো আজ ছমির মিয়া রিক্সা নিয়ে না বেরিয়ে রিক্সার চাবি সেলিনাকে দিয়ে রিক্সা চালাইতে বলেছে । খুব ভোরে ছমির মিয়া রান্না শেষ করে নিজে খেয়ে সেলিনার জন্য বেড়ে দিয়ে আনুষাংগিক কাজ শেষ করে টিভি দেখছে । আর সেলিনা রাগে গজগজ করছে ।

আসল ঘটনা হলো সেলিনা গতরাতে ছমির মিয়ার সাথে ঝগড়া করেছে সমান অধিকারের দাবিতে । তার মতে নারীরা শুধু রান্না আর থালাবাসন মাজবে এটা হতে পারে না । তারও সমান অধিকার চাই ।

ছমির মিয়ার সুন্দর প্রস্তাব বিয়ে পর দুই বছর আমি রিক্সা চালাইয়া তোমারে খাওয়াইছি । এবার দুইবছর তুমি খাওয়াও । আমি হালাল ভাবে নিজের ঘাম ঝড়িয়ে ইনকাম করেছি । তুমিও করো । এই দুবছর সংসারের কাজ আমি করবো আর ইনকামের কাজ তুমি করো ।

সেই থেকেই সেলিনা রাগে আগুন । এটা কি সম্ভব । সে ভেবেছিল ছমির শেখের প্রতি মাসে মায়ের কাছে পাঠানো টাকার বদলে ওই টাকা দিয়ে একটা কাজের লোক লাগবে । বীপরিতে এবার ছমির মিয়া তাকেই ইনকাম করতে লেগে দিলো ! রিক্সা চালানো কি তার পক্ষে সম্ভব নাকি ?

নাহ !সমান অধিকার দরকার নাই । আমার সহজ কাজই ভালো । ছমির মিয়াকে বুঝিয়ে অধিকারের দাবি থেকে সরে আসে সেলিনা ।

"প্রিয় নারীসমাজ , পুরুষেরা নারীদের চেয়ে অনেক বেশি কষ্ট স্বীকার করে গোটা পরিবারকে পরিচালনা করে । এক্ষেত্রে তার ছোট খাটো ভুল গুলোকে কেন্দ্র করেও নারীরা গন্ডগোল পাকায় ।কিন্তু তারপরেও পুরুষরা নিজেদের থেকে অনেক গুনে বেশি সবিধা দেয় নারীদের । আর আপনারা ওটা না মেনে সমান অধিকার চান ? মনে রাখবেন রিক্সা চালানোও সমান অধিকারের আওতাধীন "

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310661
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই মিয়া নারীরা রিক্সা চালাবে কেন????? সমান অধিকার প্রতিষ্ঠার জন্য চাকুরী ক্ষেত্রে তাঁদের জন্য সব জায়গাতে কোটার ব্যবস্থা রাখছে, কিছু পারুক আর আন পারুক, চাকুরী হবেই, সে খবর রাখছেন?
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:১৪
251647
মুসা বিন মোস্তফা লিখেছেন : ৫০ ভাগ তাদের আর বাকি ৫০ ভাগে পুরুষ উপজাতি,মুক্তিযোদ্ধা,শিক্ষক সন্তান Waiting
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৮
251651
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে বুঝেন ঠেলা!!!!

সেলিনা আগের জম্মের মানুষতো, তাই জামাই বাবু যা বুঝাইছে, তাই বুঝছে, বাড়তি কিছু বুঝার ক্ষমতা কি আছে?

দরকার নাই থাকার, যা বুঝেছে, তাতে কথিত আধুনিকাদের চাইতে বেশি লাভবান হবে, তা নিঃসেন্দেহে বলা যায়।
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:০৬
251769
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck
310670
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : খাঁটি কথা৷ সমান অধিকার এমনই হওয়া উচিৎ৷
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:০৬
251770
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310689
২৩ মার্চ ২০১৫ রাত ১০:৫৪
আবু জান্নাত লিখেছেন : নারী পেত্নীদের জন্য দারুন পোষ্ট। লিখতে থাকুন, ভালই হচ্ছে।
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:১২
251772
মুসা বিন মোস্তফা লিখেছেন : শিগ্রই আসছে "পরুষ অধিকার পরিষদ"
310693
২৩ মার্চ ২০১৫ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটাই প্রকৃত সমানাধিকার হওয়া উচিত!!!
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:১৪
251773
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
310716
২৪ মার্চ ২০১৫ রাত ১২:৫২
আফরা লিখেছেন : ভাইয়া গল্প একটা বানাইলেন রিস্কাচালকের বউকে নিয়ে - - আমার মনে হয়না রিস্কাচালকের বউ সমান অধিকার চায় ! !

এগুলো যারা যারা চায় তারা সমাজের গন্য - মান্যরাই চায় কাজেই তাদের নিয়ে লিখেন ।

২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:১৮
251775
মুসা বিন মোস্তফা লিখেছেন : ইনশা আল্লাহ তাদের নিয়েও আসবে Good Luck Good Luck
310825
২৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৩
হতভাগা লিখেছেন : কোন জায়গায় (বাইরে বা দেশে) বেড়াতে যাবার সময় স্ত্রীদের খুশীর অন্ত থাকে না অথবা মার্কেটিংয়ে যেতে তাদের প্রবল আগ্রহ ।

যদি বলা হয় যে এসব যায়গায় যেতে ও কিনতে যা খরচ হবে সব সেই দেবে - তখন কি তার আগের সেই উতফুল্লতা বজায় থাকবে ?
২৫ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৭
252007
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310841
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : যারা সমান অধিকার চায় তারা বোকা রৈ কিছুই নয়! ভালো লাগলো অনেক ধন্যবাদ লিখে যান প্রান খুলে!
২৫ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৮
252008
মুসা বিন মোস্তফা লিখেছেন : ভেবেছিলাম আপুরা ক্ষেপে যাবে =Happy
310891
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
গ্রীণ ওয়ে লিখেছেন : ভাই এগুলো কি শুরু করলেন। তাদের পক্ষে দু’চারটা কথা বলেন এইভাবে বল্লেইতো ঘরেরটা খেপে যাবে।
২৫ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৯
252009
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying Men's Rights Council Bangladesh আসছে Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File